...

জোরপূর্বক দখলকৃত শেকৃবির গবেষণার মাঠ উদ্ধারের জন্য শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

Paru Vai প্রকাশ: ০১ অক্টোবর, ২০২৪, ১০:৫২

জোরপূর্বক দখলকৃত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন করেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষক ও শিক্ষার্থীরা। মঙ্গলবার (১ অক্টোবর) ১১টায় ক্যাম্পাসে মানববন্ধন করে বিশ্ববিদ্যালয়টির শতাধিক শিক্ষক ও শিক্ষার্থী। তাদের দাবি, প্রতিষ্ঠাকালীন বরাদ্দ পাওয়া জমিতে এরশাদ আমলে জোরপূর্বক দখল করে পুরোনো বাণিজ্য মেলার মাঠ করা হয়। তাই বিশ্ববিদ্যালয়ের বরাদ্দ পাওয়া জমি ফেরত দিতে হবে।

জানা যায়, ১৯২০ সালে তৎকালীন ব্রিটিশ সরকার কলকাতা গেজেটের মাধ্যমে ২৯৮.৫ একর জায়গায় ‘দ্যা বেঙ্গল এগ্রিকালচার ইনস্টিটিউট’ প্রতিষ্ঠা করে। দেশ ভাগের পর যা ‘পূর্ব পাকিস্তান এগ্রিকালচারাল ইনস্টিটিউট’ এবং স্বাধীনতার পর ‘বাংলাদেশ কৃষি ইনস্টিটিউট’ হিসাবে পরিচিত ছিল। পরবর্তীতে ২০০১ সালে তৎকালীন সরকার এটিকে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করে।

এর প্রতিবাদে শতাধিক শিক্ষার্থীসহ শিক্ষক,কর্মকর্তারা মানববন্ধন করেন এবং এসময় তারা “দাবি মোদের একটাই শেকৃবির মাঠ ফেরত চাই,শেকৃবির এই মাঠে স্বপ্ন বুনে ফসল হবে,দফা এক দাবি এক মাঠ মোদের হয়ে যাক আমাদের অধিকার মাঠ হবে গবেষনার” ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

এ বিষয়ে শেকৃবি শিক্ষার্থীরা বলেন, ক্যাম্পাসের গবেষণার জায়গা খুবই অপ্রতুল। আগে শুধু অনার্স চালু থাকলেও বর্তমানে মাস্টার্স এবং পিএইচডি চালু হওয়াতে গবেষণার পর্যাপ্ত জায়গা নাই। এছাড়াও গণভবনের নিরাপত্তার দোহাই দিয়ে মাঠ আমাদের এতদিন বঞ্চিত করা হয়েছিল।

প্লান্ট প্যাথোলজি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. রফিকুল ইসলাম বলেন, বর্তমানে বাণিজ্য মেলার জায়গাটি যেহেতু অব্যবহৃত এবং বিশ্ববিদ্যালয়ের গবেষণা মাঠের কলেবর বৃদ্ধি খুব জরুরি, তাই বিশ্ববিদ্যালয়কে জায়গাটি ফিরিয়ে দেওয়া হোক। এক্ষেত্রে কলকাতা গেজেটসহ প্রয়োজনীয় সব ডকুমেন্টস আমাদের কাছে আছে।

এর আগে গত সোমবার পরিত্যক্ত আন্তর্জাতিক বাণিজ্য মেলার মাঠ বিশ্ববিদ্যালয় কর্তৃক স্থায়ীভাবে ব্যবহারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর আবেদন করা হয়।

শাহরিয়ার ইমন
শেকৃবি