০৭:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ১৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

টি টুয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের আয় কত?

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: ০৮:০১:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪
  • / 50

বাংলাদেশ ক্রিকেট টিম

আফগানিস্তানের বিপক্ষে হতাশাজনক হারের মধ্য দিয়ে  বিশ্বকাপের যাত্রা  শেষ হলো টিম বাংলাদেশের। আফগানিস্তানের দেয়া ১১৬ রানের লক্ষ্য  তাড়া করে সেমিফাইনালে উঠতে বাংলাদেশকে ১২.১ ওভারে পার করতো এই রান। কিন্তু  লক্ষ্য পূরণ তো দূরের কথা,ম্যাচটিই হেরে বসেছে টিম বাংলাদেশ। 

তবে  বাংলাদেশ সেমিফাইনালে উঠতে না পারলেও,শুধু সুপার এইটে উঠার জন্য  বিশ্বকাপ থেকে বাংলাদেশ আয় করবে লাখ ৮২ হাজার ৫০০ ডলার, যা বাংলাদেশি টাকায় ৪ কোটি ৪৯ লাখ ২৬ হাজার টাকারও বেশি।

এছাড়া  বিশ্বকাপে প্রতিটি ম্যাচ জয়ের জন্য পাবে পাচ্ছে ৩১ হাজার ১৫৪ ডলার। সে হিসেবে তিন ম্যাচ জেতা বাংলাদেশ টিম পাবে ৯৩ হাজার ৪৬২ ডলার, যা বাংলাদেশি টাকায় ১ কোটি ৯ লাখ ৭৭ হাজার ৬৫৩ টাকার সমান। সব মিলিয়ে বিশ্বকাপ থেকে বাংলাদেশের আয় ৪ লাখ ৭৫ হাজার ৯৬২ ডলার বা বাংলাদেশি মুদ্রায় ৫ কোটি ৫৯ লাখ টাকারও বেশি।

এর বাইরে ম্যাচ ফি, ম্যাচসেরার পুরস্কারসহ অন্যান্য আয় তো আছেই। সব মিলিয়ে আর্থিক দিক থেকে বেশ ভালো বিশ্বকাপ কাটিয়েছে টিম বাংলাদেশ ।

শেয়ার করুন

টি টুয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের আয় কত?

প্রকাশিত: ০৮:০১:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪

আফগানিস্তানের বিপক্ষে হতাশাজনক হারের মধ্য দিয়ে  বিশ্বকাপের যাত্রা  শেষ হলো টিম বাংলাদেশের। আফগানিস্তানের দেয়া ১১৬ রানের লক্ষ্য  তাড়া করে সেমিফাইনালে উঠতে বাংলাদেশকে ১২.১ ওভারে পার করতো এই রান। কিন্তু  লক্ষ্য পূরণ তো দূরের কথা,ম্যাচটিই হেরে বসেছে টিম বাংলাদেশ। 

তবে  বাংলাদেশ সেমিফাইনালে উঠতে না পারলেও,শুধু সুপার এইটে উঠার জন্য  বিশ্বকাপ থেকে বাংলাদেশ আয় করবে লাখ ৮২ হাজার ৫০০ ডলার, যা বাংলাদেশি টাকায় ৪ কোটি ৪৯ লাখ ২৬ হাজার টাকারও বেশি।

এছাড়া  বিশ্বকাপে প্রতিটি ম্যাচ জয়ের জন্য পাবে পাচ্ছে ৩১ হাজার ১৫৪ ডলার। সে হিসেবে তিন ম্যাচ জেতা বাংলাদেশ টিম পাবে ৯৩ হাজার ৪৬২ ডলার, যা বাংলাদেশি টাকায় ১ কোটি ৯ লাখ ৭৭ হাজার ৬৫৩ টাকার সমান। সব মিলিয়ে বিশ্বকাপ থেকে বাংলাদেশের আয় ৪ লাখ ৭৫ হাজার ৯৬২ ডলার বা বাংলাদেশি মুদ্রায় ৫ কোটি ৫৯ লাখ টাকারও বেশি।

এর বাইরে ম্যাচ ফি, ম্যাচসেরার পুরস্কারসহ অন্যান্য আয় তো আছেই। সব মিলিয়ে আর্থিক দিক থেকে বেশ ভালো বিশ্বকাপ কাটিয়েছে টিম বাংলাদেশ ।