০৭:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ১৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ডিআইইউতে ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা

তানজিল কাজী, ডিআইইউ প্রতিনিধি
  • প্রকাশিত: ০৯:৫৬:৫১ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫
  • / 74


বেসরকারি বিশ্ববিদ্যালয় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে রাকিবুল হাসান চাঁদকে সভাপতি ও ইব্রাহীম খলিল হৃদয়কে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

সোমবার (২৪ মার্চ) দুপুরে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মো. আবু হোরায়রা ও সাধারণ সম্পাদক এম. রাজিবুল ইসলাম তালুকদার (বিন্দু) সাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন এ কমিটির অনুমোদন দেয়া হয়।

IMGpublician today20250324publician todayWA0010publician todayপাবলিকিয়ানpublician todayটুডেpublician today|publician todayবাংলাদেশpublician todayওpublician todayবিশ্বেরpublician todayসর্বশেষpublician todayসংবাদ

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ সভাপতি ফেরদাউস আহমেদ মিঠু, সহ সভাপতি রাকিবুল হাসান ইমন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী বিপুল চন্দ্র দাস, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহরিয়ার সাগর, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রায়হান মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক নূরনবী সরকার, সাংগঠনিক সম্পাদক (স্বাক্ষর-ক্ষমতা প্রাপ্ত) আবদুল্লাহ্ আল মঈন, দপ্তর সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা) মো. জোবায়ের আহম্মেদ ও প্রচার সম্পাদক (সহ সভাপতি পদমর্যাদা) তুষার খান।

ডিআইইউ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান (চাঁদ) বলেন, আমরা সবসময় শিক্ষার্থীদের পাশে থাকব। কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি কিংবা শিক্ষার্থীদের স্বার্থবিরোধী কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না। ক্যাম্পাসকে শিক্ষাবান্ধব করা হবে।

সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল (হৃদয়) বলেন, শিক্ষার পাশাপাশি আদর্শ রাজনৈতিক চর্চাও গুরুত্বপূর্ণ। আমরা শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করতে কাজ করব এবং যেকোনো সমস্যায় তাদের পাশে থাকব।

এদিকে নবগঠিত কমিটির সদস্যদের আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে জমা দিতে বলা হয়েছে।

শেয়ার করুন

ডিআইইউতে ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা

প্রকাশিত: ০৯:৫৬:৫১ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫


বেসরকারি বিশ্ববিদ্যালয় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে রাকিবুল হাসান চাঁদকে সভাপতি ও ইব্রাহীম খলিল হৃদয়কে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

সোমবার (২৪ মার্চ) দুপুরে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মো. আবু হোরায়রা ও সাধারণ সম্পাদক এম. রাজিবুল ইসলাম তালুকদার (বিন্দু) সাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন এ কমিটির অনুমোদন দেয়া হয়।

IMGpublician today20250324publician todayWA0010publician todayপাবলিকিয়ানpublician todayটুডেpublician today|publician todayবাংলাদেশpublician todayওpublician todayবিশ্বেরpublician todayসর্বশেষpublician todayসংবাদ

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ সভাপতি ফেরদাউস আহমেদ মিঠু, সহ সভাপতি রাকিবুল হাসান ইমন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী বিপুল চন্দ্র দাস, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহরিয়ার সাগর, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রায়হান মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক নূরনবী সরকার, সাংগঠনিক সম্পাদক (স্বাক্ষর-ক্ষমতা প্রাপ্ত) আবদুল্লাহ্ আল মঈন, দপ্তর সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা) মো. জোবায়ের আহম্মেদ ও প্রচার সম্পাদক (সহ সভাপতি পদমর্যাদা) তুষার খান।

ডিআইইউ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান (চাঁদ) বলেন, আমরা সবসময় শিক্ষার্থীদের পাশে থাকব। কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি কিংবা শিক্ষার্থীদের স্বার্থবিরোধী কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না। ক্যাম্পাসকে শিক্ষাবান্ধব করা হবে।

সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল (হৃদয়) বলেন, শিক্ষার পাশাপাশি আদর্শ রাজনৈতিক চর্চাও গুরুত্বপূর্ণ। আমরা শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করতে কাজ করব এবং যেকোনো সমস্যায় তাদের পাশে থাকব।

এদিকে নবগঠিত কমিটির সদস্যদের আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে জমা দিতে বলা হয়েছে।