ডিআইইউ'তে ছাত্র দলের মানববন্ধন বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে | Publician Today

ডিআইইউ’তে ছাত্র দলের মানববন্ধন বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে

Paru Vai প্রকাশ: ১০ ডিসেম্বর, ২০২৪, ১২:৩৪

ডিআইইউ প্রতিনিধি:

“গুম নয় চাই নিরাপত্তা ” এই স্লোগানকে সামনে রেখে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুর দুইটার সময় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রদল, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্রদল, ইউআইটিএস ইউনিভার্সিটি ছাত্রদলের সম্মিলিত ভাবে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এই সময় মানববন্ধনে বিভিন্ন প্ল্যাকার্ড, ফেস্টুনে বিভিন্ন প্রতিবাদী কথার মাধ্যমে প্রতিবাদ জানানো হয়।

এই সময় ডিআইইউ ছাত্রদলের আহবায়ক রাকিবুল হাসান চাঁদ বলেন, গুম নয় চাই নিরাপত্তা এই স্লোগানকে সামনে রেখে আমাদের আজকের এই মানববন্ধন। বিগত ১৫ বছরে হাসিনার স্বৈরাচারী শাসন আমলে যে শত শত গুম, খুন হয়েছে তাদের বিচার করতে হবে। এবং যতসব রাজনৈতিক বন্দীদের নিঃসর্তে মুক্তি দিতে হবে।

ইউআইইউ ইউনিভার্সিটির ছাত্রনেতা নাজমুল আলম পলক বলেন, বিগত ১৫ বছরে দেশে যে গুম,খুন, হত্যা করা হয়েছে তার সঠিক বিচার করতে হবে এবং দেশের মুক্ত বাকস্বাধীনতা ফিরে আসে এবং আমরা যেন দেশে সুন্দর ভাবে বসবাস করতে পারি।

মানববন্ধন শেষে রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা – ৩১ দফার বই বিতরণ করা হয়।

উল্লেখ্য, ১০ ই ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস। ১৯৪৮ সাল থেকে নিয়মিত পালন করে আসছে।

ডিআইইউ প্রতিনিধি,
তানজিল কাজী