...

ডুয়েটে ‘মাসিক প্রোগ্রামিং কনটেস্ট’

Paru Vai প্রকাশ: ০২ নভেম্বর, ২০২৪, ১৪:৫৫

ডুয়েট কম্পিউটার সোসাইটি’-এর উদ্যোগে ডুয়েটে ‘মাসিক প্রোগ্রামিং কনটেস্ট’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২রা নভেম্বর, ২০২৪ইং) ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম ক্লাব ‘ডুয়েট কম্পিউটার সোসাইটি’-এর উদ্যোগে ডুয়েট শিক্ষার্থীদের প্রোগ্রামিং-এ আগ্রহী ও উৎসাহী করে তোলার লক্ষ্যে ‘মাসিক প্রোগ্রামিং কন্টেস্ট’-এর আয়োজন করা হয়েছে। ডুয়েট কম্পিউটার সোসাইটির নির্বাহী সদস্যদের পরামর্শের ভিত্তিতে শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কিছু কার্যক্রম গৃহীত হয়, তারই ধারাবাহিকতায় শুরু হয়েছে ‘মাসিক প্রোগ্রামিং কনটেস্ট’। প্রোগ্রামিংয়ের এই কনটেস্টের আয়োজন ও পরিকল্পনা বাস্তবায়নে ছিলেন ডুয়েট কম্পিউটার সোসাইটির সহ-সভাপতি অনিক দেব, অ্যালগরিদম সেক্রেটারি রাকিব হোসেন ও অর্থসম্পাদক সজিবুর রহমান।

বিজয়ীরা হলেন
১/ তৌহিদ (২/১)
২/ প্রনয় (৪/১)
৩/ ইমরান মানসুর
৪/ আবু সাদাত
৫/ আল আমিন
ডুয়েট কম্পিউটার সোসাইটির সভাপতি তানভির আহমেদ বলেন, “ডুয়েট কম্পিউটার সোসাইটি শিক্ষার্থীদের আইসিটি সেক্টরের জন্য উপযুক্ত দক্ষ জনশক্তি তৈরির জন্য বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা হাতে নিয়েছে। তন্মধ্যে ‘মাসিক প্রোগ্রামিং কনটেস্ট’, ‘সাইবার নিরাপত্তা বিষয়ক কর্মশালা’, ‘প্রোগ্রামিং কর্মশালা’, বেসিক মেশিন লার্নিং শর্ট কোর্স সহ নানামুখী কার্যক্রম উল্লেখযোগ্য।”

IMG 20241102 WA0072
IMG 20241102 WA0071
IMG 20241102 WA0073
IMG 20241102 WA0074

তাদের এই মাসিক প্রোগ্রামিং কনটেস্ট প্রতিমাসে নিয়মিত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। উক্ত মাসিক প্রোগ্রামিং কনটেস্টে টেকনিক্যাল সাপোর্টার হিসেবে ছিল ডুয়েটের সিএসই বিভাগ এবং বিভিন্ন পরামর্শ দিয়ে পাশে ছিলেন ডুয়েট কম্পিউটার সোসাইটির মডারেটর, সহকারী অধ্যাপক খাজা ইমরান মাসুদ।

হাসিবুর রশীদ
ক্যাম্পাস প্রতিনিধি, এলপিআই