০৭:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ১৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকার ভিন্ন ২১টি কুরবানির হাটে পশুর চিকিৎসায় শেকৃবির শতাধিক শিক্ষার্থী

শাহরিয়ার ইমন, শেকৃবি প্রতিনিধি
  • প্রকাশিত: ০৮:১৯:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫
  • / 276

এবার ঢাকার কোরবানির পশুর হাটে স্বাস্থ্যসম্মত, প্রতারামুক্ত পশু বিক্রয় ও সেবা নিশ্চিত করতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) অ্যানিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ১০২ জন শিক্ষার্থী সরাসরি মাঠ পর্যায়ে সেবা প্রদান করবেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৮টি এবং দক্ষিণ সিটি করপোরেশনের ১৩টি হাটসহ মোট ২১টি হাটে ভেটেরিনারি মেডিকেল টিমের সঙ্গে কাজ করবেন শিক্ষার্থীরা।

একজন দক্ষ ভেটেরিনারিয়ানের নেতৃত্বে প্রতিটি হাটে শিক্ষার্থীরা কাজ করবেন। বড় বাজারগুলোর ক্ষেত্রে অতিরিক্ত টিম দায়িত্ব পালন করবে।

শিক্ষার্থীরা পশুর স্বাস্থ্য পরীক্ষা, অসুস্থ বা হরমোন প্রয়োগ করা পশু শনাক্ত, প্রাথমিক চিকিৎসা ও পরামর্শ প্রদানের পাশাপাশি জনসচেতনতা তৈরির কাজ করবেন। ক্রেতা-বিক্রেতাদের মাঝে তারা পশুর অসুস্থতা শনাক্তের লক্ষণসমূহ সম্পর্কে তথ্য বিতরণ করবেন।

প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এবারের কোরবানির ঈদে সারাদেশে ৩৬০০টি হাট বসবে এবং এসব হাটে মোট ২০০০টি মোবাইল ভেটেরিনারি টিম দায়িত্ব পালন করবে। ঢাকার হাটগুলোতে শেকৃবির শিক্ষার্থীদের অংশগ্রহণ এই জাতীয় প্রস্তুতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে।

“পবিত্র ঈদুল আযহা ২০২৫ উপলক্ষে কোরবানির হাটে ভেটেরিনারি মেডিকেল টিমের করণীয় বিষয়ক আলোচনা সভায়” শেকৃবি ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম জানান, “আমাদের শিক্ষার্থীরা শুধু হাতে নয়, মন দিয়ে দেশের জন্য কাজ করতে মাঠে নামছে।”

প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান বলেন, “এই উদ্যোগ পশু কল্যাণ ও জনস্বাস্থ্যের জন্য সময়োপযোগী পদক্ষেপ।”

শিক্ষার্থীদের প্রদর্শিত সচেতনতামূলক বার্তাগুলোতে হরমোন প্রয়োগের লক্ষণ, অতিরিক্ত ওজন বৃদ্ধিজনিত অস্বাভাবিক আচরণ, নাক-মুখ দিয়ে অতিরিক্ত স্রাব বা লালা পড়া, দাঁড়িয়ে থাকতে না পারা, খাবারে অনীহা ইত্যাদির বিষয় তুলে ধরা হয়।

শেয়ার করুন

ঢাকার ভিন্ন ২১টি কুরবানির হাটে পশুর চিকিৎসায় শেকৃবির শতাধিক শিক্ষার্থী

প্রকাশিত: ০৮:১৯:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫

এবার ঢাকার কোরবানির পশুর হাটে স্বাস্থ্যসম্মত, প্রতারামুক্ত পশু বিক্রয় ও সেবা নিশ্চিত করতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) অ্যানিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ১০২ জন শিক্ষার্থী সরাসরি মাঠ পর্যায়ে সেবা প্রদান করবেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৮টি এবং দক্ষিণ সিটি করপোরেশনের ১৩টি হাটসহ মোট ২১টি হাটে ভেটেরিনারি মেডিকেল টিমের সঙ্গে কাজ করবেন শিক্ষার্থীরা।

একজন দক্ষ ভেটেরিনারিয়ানের নেতৃত্বে প্রতিটি হাটে শিক্ষার্থীরা কাজ করবেন। বড় বাজারগুলোর ক্ষেত্রে অতিরিক্ত টিম দায়িত্ব পালন করবে।

শিক্ষার্থীরা পশুর স্বাস্থ্য পরীক্ষা, অসুস্থ বা হরমোন প্রয়োগ করা পশু শনাক্ত, প্রাথমিক চিকিৎসা ও পরামর্শ প্রদানের পাশাপাশি জনসচেতনতা তৈরির কাজ করবেন। ক্রেতা-বিক্রেতাদের মাঝে তারা পশুর অসুস্থতা শনাক্তের লক্ষণসমূহ সম্পর্কে তথ্য বিতরণ করবেন।

প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এবারের কোরবানির ঈদে সারাদেশে ৩৬০০টি হাট বসবে এবং এসব হাটে মোট ২০০০টি মোবাইল ভেটেরিনারি টিম দায়িত্ব পালন করবে। ঢাকার হাটগুলোতে শেকৃবির শিক্ষার্থীদের অংশগ্রহণ এই জাতীয় প্রস্তুতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে।

“পবিত্র ঈদুল আযহা ২০২৫ উপলক্ষে কোরবানির হাটে ভেটেরিনারি মেডিকেল টিমের করণীয় বিষয়ক আলোচনা সভায়” শেকৃবি ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম জানান, “আমাদের শিক্ষার্থীরা শুধু হাতে নয়, মন দিয়ে দেশের জন্য কাজ করতে মাঠে নামছে।”

প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান বলেন, “এই উদ্যোগ পশু কল্যাণ ও জনস্বাস্থ্যের জন্য সময়োপযোগী পদক্ষেপ।”

শিক্ষার্থীদের প্রদর্শিত সচেতনতামূলক বার্তাগুলোতে হরমোন প্রয়োগের লক্ষণ, অতিরিক্ত ওজন বৃদ্ধিজনিত অস্বাভাবিক আচরণ, নাক-মুখ দিয়ে অতিরিক্ত স্রাব বা লালা পড়া, দাঁড়িয়ে থাকতে না পারা, খাবারে অনীহা ইত্যাদির বিষয় তুলে ধরা হয়।