০৭:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ১৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকাস্থ সাবেক যবিপ্রবিয়ানদের মিলনমেলা ও ইফতার অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: ০১:১০:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫
  • / 127

যবিপ্রবি প্রতিনিধি:
প্রতিবছরের ন্যায় এবারও ঢাকাস্থ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ মার্চ) ঢাকার কারওয়ান বাজারের “স্টুডিও ২৩” নামক একটি রেস্টুরেন্টে “বন্ধু-সিনিয়র-জুনিয়রসহ সকল প্রাণের মানুষগুলোর সাথে পদচারণায় রোমান্থিত হয়ে ওঠে হাজারও স্মৃতি” স্লোগানকে সামনে রেখে এ মিলনমেলা ও ইফতারের আয়োজন করা হয়। এ মিলনমেলা ও ইফতার মাহফিলে প্রায় ৬০ এর অধিক সাবেক যবিপ্রবিয়ান উপস্থিত হয়ে অনুষ্ঠানকে আরো প্রাণবন্ত ও সাফল্যমণ্ডিত করে তোলেন।

এ মিলননেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাইমেট এন্ড ডিজাস্টার বিভাগের শিক্ষক ও সাবেক যবিপ্রবিয়ান আনজুম হাসান। এছাড়া উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন আশরাফুল আলম (ইএসটি-০৭), কারিমুল ইসলাম (ইএসটি-০৮), সাধন কুমার (এমবি-০৮), শুভাশিস ভৌমিক (এফ‌এমবি-০৮) এবং সুব্রত বিশ্বাস (সিএসই -০৮)।

ইফতার মাহফিল ও মিলনমেলায় হোস্ট হিসেবে দায়িত্ব পালন করেন নাজমুল হুদা (ইএসটি), মাহবুবুর রহমান (ইএসটি), তানভীর ইসলাম রাতুল (এন‌এফটি), মেহেদী হাসান জাহিদ (ইএসটি), সেতাউর রহমান (পিএম‌ই) এবং জোবায়ের রনি (এপিপিটি)।

শেয়ার করুন

ঢাকাস্থ সাবেক যবিপ্রবিয়ানদের মিলনমেলা ও ইফতার অনুষ্ঠিত

প্রকাশিত: ০১:১০:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫

যবিপ্রবি প্রতিনিধি:
প্রতিবছরের ন্যায় এবারও ঢাকাস্থ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ মার্চ) ঢাকার কারওয়ান বাজারের “স্টুডিও ২৩” নামক একটি রেস্টুরেন্টে “বন্ধু-সিনিয়র-জুনিয়রসহ সকল প্রাণের মানুষগুলোর সাথে পদচারণায় রোমান্থিত হয়ে ওঠে হাজারও স্মৃতি” স্লোগানকে সামনে রেখে এ মিলনমেলা ও ইফতারের আয়োজন করা হয়। এ মিলনমেলা ও ইফতার মাহফিলে প্রায় ৬০ এর অধিক সাবেক যবিপ্রবিয়ান উপস্থিত হয়ে অনুষ্ঠানকে আরো প্রাণবন্ত ও সাফল্যমণ্ডিত করে তোলেন।

এ মিলননেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাইমেট এন্ড ডিজাস্টার বিভাগের শিক্ষক ও সাবেক যবিপ্রবিয়ান আনজুম হাসান। এছাড়া উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন আশরাফুল আলম (ইএসটি-০৭), কারিমুল ইসলাম (ইএসটি-০৮), সাধন কুমার (এমবি-০৮), শুভাশিস ভৌমিক (এফ‌এমবি-০৮) এবং সুব্রত বিশ্বাস (সিএসই -০৮)।

ইফতার মাহফিল ও মিলনমেলায় হোস্ট হিসেবে দায়িত্ব পালন করেন নাজমুল হুদা (ইএসটি), মাহবুবুর রহমান (ইএসটি), তানভীর ইসলাম রাতুল (এন‌এফটি), মেহেদী হাসান জাহিদ (ইএসটি), সেতাউর রহমান (পিএম‌ই) এবং জোবায়ের রনি (এপিপিটি)।