১২:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

তারুণ্য উৎসব ২০২৫: সোনারগাঁও ইউনিভার্সিটিতে পরিবেশ সুরক্ষার বার্তা

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: ০৫:২২:১৫ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫
  • / 45

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (BPL) সহযোগিতায় পরিবেশ উন্নয়নে যুব প্রজন্মের উদ্যোগ ২৪ জানুয়ারি ২০২৫ তারিখে সোনারগাঁও ইউনিভার্সিটির গ্রিনরোড ও মহাখালী ক্যাম্পাসে অনুষ্ঠিত হলো তারুণ্য উৎসব ২০২৫, যা আয়োজন করা হয়েছিল পরিবেশ রক্ষায় যুব প্রজন্মের দায়িত্বশীলতা প্রচারের উদ্দেশ্যে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (BPL) সহযোগিতায় এই উৎসবটি পরিবেশ সুরক্ষার প্রয়োজনীয়তা ও সামাজিক দায়িত্ব পালনের বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের বিভিন্ন দিক ছিল বেশ তাৎপর্যপূর্ণ। এতে উপস্থিত অতিথিরা এবং অংশগ্রহণকারীরা পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার বর্জন এবং প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। পাশাপাশি, পরিবেশ সংরক্ষণে কার্যকর ভূমিকা রাখার গুরুত্ব নিয়ে আলোচনা হয়।

IMGpublician today20250118publician todayWA0003publician todayপাবলিকিয়ানpublician todayটুডেpublician today|publician todayবাংলাদেশpublician todayওpublician todayবিশ্বেরpublician todayসর্বশেষpublician todayসংবাদ

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর সামিয়া আক্তার হাসান, উপাচার্য, সোনারগাঁও ইউনিভার্সিটি। বিশেষ আলোচক ছিলেন প্রফেসর ড. মোহাম্মদ একরামুল ইসলাম, উপ-উপাচার্য।
এছাড়া, তরুণ প্রজন্মের অনুপ্রেরণা জোগাতে উপস্থিত ছিলেন মোহাম্মদ মিজানুর রহমান, টিম ডিরেক্টর, কুমিল্লা ভিক্টোরিয়ান্স। নজরুল ইসলাম খান, প্রতিষ্ঠাতা সদস্য, বাংলাদেশ প্রিমিয়ার লিগ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রফেসর মোঃ আব্দুল্লাহ মোহাম্মদ, ডিন, বিজনেস প্রসেস এডমিনিস্ট্রেশন।

তরুণ প্রজন্মের সহযোগিতায় সোনারগাঁও ইউনিভার্সিটি একটি সফল পরিবেশ উন্নয়ন কর্মসূচি সম্পন্ন করেছে। অংশগ্রহণকারী শিক্ষক, ছাত্র-ছাত্রী এবং অতিথিদের সক্রিয় অংশগ্রহণ উৎসবটিকে আরও অর্থবহ করে তোলে।

অনুষ্ঠানের মাধ্যমে পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক দায়িত্ব পালনের বিষয়ে যে বার্তা প্রদান করা হয়েছে, তা আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর, সবুজ, এবং উন্নত ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রতিবেদক
শাহারিয়া আহমেদ নয়ন

শেয়ার করুন

তারুণ্য উৎসব ২০২৫: সোনারগাঁও ইউনিভার্সিটিতে পরিবেশ সুরক্ষার বার্তা

প্রকাশিত: ০৫:২২:১৫ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (BPL) সহযোগিতায় পরিবেশ উন্নয়নে যুব প্রজন্মের উদ্যোগ ২৪ জানুয়ারি ২০২৫ তারিখে সোনারগাঁও ইউনিভার্সিটির গ্রিনরোড ও মহাখালী ক্যাম্পাসে অনুষ্ঠিত হলো তারুণ্য উৎসব ২০২৫, যা আয়োজন করা হয়েছিল পরিবেশ রক্ষায় যুব প্রজন্মের দায়িত্বশীলতা প্রচারের উদ্দেশ্যে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (BPL) সহযোগিতায় এই উৎসবটি পরিবেশ সুরক্ষার প্রয়োজনীয়তা ও সামাজিক দায়িত্ব পালনের বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের বিভিন্ন দিক ছিল বেশ তাৎপর্যপূর্ণ। এতে উপস্থিত অতিথিরা এবং অংশগ্রহণকারীরা পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার বর্জন এবং প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। পাশাপাশি, পরিবেশ সংরক্ষণে কার্যকর ভূমিকা রাখার গুরুত্ব নিয়ে আলোচনা হয়।

IMGpublician today20250118publician todayWA0003publician todayপাবলিকিয়ানpublician todayটুডেpublician today|publician todayবাংলাদেশpublician todayওpublician todayবিশ্বেরpublician todayসর্বশেষpublician todayসংবাদ

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর সামিয়া আক্তার হাসান, উপাচার্য, সোনারগাঁও ইউনিভার্সিটি। বিশেষ আলোচক ছিলেন প্রফেসর ড. মোহাম্মদ একরামুল ইসলাম, উপ-উপাচার্য।
এছাড়া, তরুণ প্রজন্মের অনুপ্রেরণা জোগাতে উপস্থিত ছিলেন মোহাম্মদ মিজানুর রহমান, টিম ডিরেক্টর, কুমিল্লা ভিক্টোরিয়ান্স। নজরুল ইসলাম খান, প্রতিষ্ঠাতা সদস্য, বাংলাদেশ প্রিমিয়ার লিগ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রফেসর মোঃ আব্দুল্লাহ মোহাম্মদ, ডিন, বিজনেস প্রসেস এডমিনিস্ট্রেশন।

তরুণ প্রজন্মের সহযোগিতায় সোনারগাঁও ইউনিভার্সিটি একটি সফল পরিবেশ উন্নয়ন কর্মসূচি সম্পন্ন করেছে। অংশগ্রহণকারী শিক্ষক, ছাত্র-ছাত্রী এবং অতিথিদের সক্রিয় অংশগ্রহণ উৎসবটিকে আরও অর্থবহ করে তোলে।

অনুষ্ঠানের মাধ্যমে পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক দায়িত্ব পালনের বিষয়ে যে বার্তা প্রদান করা হয়েছে, তা আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর, সবুজ, এবং উন্নত ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রতিবেদক
শাহারিয়া আহমেদ নয়ন