পৃথক তিন আন্দোলনে দিনভর উত্তাল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
- প্রকাশিত: ১০:৪৭:১৪ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
- / 34
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) আজ দিনভর উত্তাল ছিল তিনটি পৃথক আন্দোলনে। কৃষি অনুষদ, কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ ও ভেটেরিনারি–পশুপালন অনুষদের শিক্ষার্থীরা নিজেদের দাবিদাওয়া নিয়ে বিক্ষোভ-মিছিল করেছেন।
বুধবার (২৭ আগস্ট) বিকেল ৪টায় কৃষিবিদ ঐক্য পরিষদ-এর ব্যানারে বিক্ষোভ মিছিল বের করে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের শিক্ষার্থীরা । এসময় তারা কৃষিবিদদের ৬ দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান। একইসাথে তাঁরা প্রকৌশল খাত সংস্কারের লক্ষ্যে উত্থাপিত ৩ দফা দাবির প্রতিও সংহতি প্রকাশ করেন।
এরপর সন্ধ্যা ৬টার দিকে বিক্ষোভ মিছিল করেন কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের শিক্ষার্থীরা। তারা সাম্প্রতিক সময়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষার্থীদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেইসাথে প্রকৌশলীদের ৩ দফা দাবির প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন।
দিনের আন্দোলনের ধারাবাহিকতায় সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ভেটেরিনারি ও পশুপালন অনুষদের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন। দীর্ঘদিন ধরে কম্বাইন্ড ডিগ্রির দাবিতে আন্দোলন করে আসছেন তারা। আন্দোলনকারীরা অনতিবিলম্বে জরুরি একাডেমিক কাউন্সিলের বৈঠক ডেকে এ সমস্যা সমাধান করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহবান জানান।
বিশ্ববিদ্যালয়ের মোট ৬টি অনুষদের ৪টি অনুষদের শিক্ষার্থীরা তাদের দাবি দাওয়া নিয়ে আজ সারাদিনের আন্দোলনে বিশ্ববিদ্যালয় জুড়ে উত্তেজনা বিরাজ করছে।
পাবলিকিয়ান টুডে/ এম