গত ৫ আগস্ট সরকার পতনের পরপরই বিশ্ববিদ্যালয়ের হলগুলো খুলে দেয়া হলেও ক্লাস শুরু করতে পারেনি শেকৃবি। ভিসি,প্রো ভিসি,প্রক্টরসহ প্রশাসনের একের পর এক পদত্যাগের কারণে অভিভাবকশূণ্য হয়ে পড়ে শেকৃবি। এরই ধারাবাহিকতায় বারবার ডিন এবং রেজিস্টারের সাথে যোগাযোগ করেও কোনো সুফল পাওয়া যায়নি। গত ১৭ আগস্ট ক্লাস শুরুর কথা থাকলেও আজও তা শুরু হয়নি। এতে করে শিক্ষার্থীদের মাঝে ক্ষোভ এবং হতাশার সৃষ্টি হয়।
আজ ২৮ আগস্ট বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা কৃষি অনুষদ থেকে শুরু করে পুরো ক্যাম্পাস জুড়ে বিক্ষোভ করতে থাকে এবং তুমি কে আমি কে? আদু ভাই আদু ভাই স্লোগান দিতে থাকে এবং ক্লাস শুরুর আলটিমেটাম দেয়।
এরপরই রেজিস্টার স্যার প্রতিটি বর্ষের ক্লাস প্রতিনিধিসহ শিক্ষার্থীদের আশ্বস্ত করেন আজই তিনি সচিব মহোদয়ের সাথে কথা বলে দ্রুত ক্লাস শুরু করবেন।
শাহরিয়ার ইমন
শেকৃবি