‘দক্ষতা বাড়াতে’ বিদেশযেতে চান ১১০৬ কর্মকর্তা, ব্যয় ১২০ কোটি টাকা
- প্রকাশিত: ০২:৪৯:১৫ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪
- / 32
দেশের অর্থনীতিতে সুখবর নেই অনেকদিন, ডলার সংকট চলছে। আমদানির চাহিদা মেটাতে নিয়মিত ডলার বিক্রি করছে কেন্দ্রীয় ব্যাংক। ফলে বৈদেশিক মুদ্রার সঞ্চয় বা রিজার্ভ দিনদিন কমছে। এ অবস্থায় ডলার খরচ কমাতে কর্মকর্তাদের অহেতুক বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দেয় অর্থ মন্ত্রণালয়। কিন্তু সেই নিষেধাজ্ঞা পাশ কাটিয়ে কারিগরি শিক্ষা অধিদপ্তর তাদের ১১০৬ কর্মকর্তাকে বিদেশে পাঠানোর উদ্যোগ নিয়েছে।
ডলার সংকটের মধ্যে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ নিয়ে তৈরি হয়েছে নতুন বিতর্ক । কারিগরি শিক্ষা অধিদপ্তর তাদের ১১০৬ কর্মকর্তাকে বিদেশে পাঠানোর উদ্যোগ নিয়েছে, যার ব্যয় ধরা হয়েছে ১২০ কোটি টাকা। অথচ অর্থ মন্ত্রণালয় থেকে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
এসেট প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণের প্রস্তাব দেওয়া হয়েছে, যা অর্থ মন্ত্রণালয়ে যাচাই-বাছাইয়ের কাজ চলছে। প্রকল্প পরিচালক আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ বলেন, “সরকারিভাবে বিদেশ ভ্রমণে এখন একটি নিষেধাজ্ঞা আছে। তবুও আমরা প্রকল্পের কার্যক্রম গতিশীল রাখতে মন্ত্রণালয়ে একটি প্রস্তাবনা পাঠিয়েছি। মন্ত্রণালয় সেটি বিবেচনা করে সিদ্ধান্ত নেবে। তবে এখনও সেটি পাস হয়নি।
অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ এবং সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার এ উদ্যোগের সমালোচনা করে বলেছেন, দেশের অর্থনৈতিক সংকটের মধ্যে এই বিদেশ ভ্রমণ অপ্রয়োজনীয় এবং অগ্রহণযোগ্য। তারা প্রস্তাব করেছেন, দেশের ভেতরেই বিশেষজ্ঞ এনে প্রশিক্ষণ দেওয়া যায়।