ছবি- সংগৃহীত দান করা এবং আল্লাহর পথে খরচ করা ইসলাম ধর্মে অত্যন্ত মর্যাদাপূর্ণ ও ফজিলতপূর্ণ আমল। কোরআনে আল্লাহ তাআলা দানকারীদের জন্য সন্তুষ্টি, সওয়াব এবং জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আল্লাহ বলেন, যারা আল্লাহর রাস্তায় তাদের সম্পদ ব্যয় করে, তারপর দানের পর কোনো খোঁটা দেয় না কিংবা কষ্ট দেয় না, তাদের জন্য রয়েছে তাদের প্রতিপালকের নিকট প্রতিদান। তাদের জন্য কোনো ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না। (সুরা বাকারা: ২৬২)
আরেক আয়াতে আল্লাহ মানুষের দান-সদকার প্রতিদান সাতশত গুণ পর্যন্ত বৃদ্ধি করার প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ বলেন, যারা আল্লাহর পথে তাদের সম্পদ ব্যয় করে, তাদের উদাহরণ একটি বীজের মতো, যা সাতটি শীষ উৎপন্ন করে এবং প্রতিটি শীষে থাকে একশত দানা। আল্লাহ যাকে চান তার জন্য আরও বৃদ্ধি করে দেন। আল্লাহ সর্বজ্ঞ ও প্রাচুর্যময়। (সুরা বাকারা: ২৬১)
ইসলামে দান করা শুধু একটি ভালো কাজই নয়, বরং মুমিনের অন্যতম বৈশিষ্ট্য হিসেবে উপস্থাপিত হয়েছে। কোরআনে বলা হয়েছে, প্রকৃত মুমিন তারা, যাদের অন্তর আল্লাহর জিকিরে ভীত হয়, কোরআনের আয়াত পাঠ হলে যাদের ঈমান বৃদ্ধি পায়, যারা নামাজ কায়েম করে এবং আল্লাহ প্রদত্ত রিজিক থেকে ব্যয় করে। আল্লাহ বলেন, তাদের জন্য রয়েছে মর্যাদা, ক্ষমা ও সম্মানজনক রিজিক। (সুরা আনফাল: ২-৪)
মুত্তাকিদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলেন, এই সেই কিতাব যা মুত্তাকিদের জন্য হেদায়াত; যারা গায়েবের ওপর ঈমান আনে, সালাত কায়েম করে এবং আল্লাহ তাদেরকে যে রিজিক দিয়েছেন তা থেকে ব্যয় করে। (সুরা বাকারা: ২-৩)
হাদিসেও দানের বহু ফজিলত ও উপকারিতা বর্ণিত হয়েছে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, অর্ধেক খেজুর দান করেও মানুষ জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারে। (বুখারি, মুসলিম) আরেক হাদিসে আনাস (রা.) বর্ণনা করেন, সদকা আল্লাহর ক্রোধ প্রশমিত করে এবং মানুষকে খারাপ মৃত্যু থেকে রক্ষা করে। (তিরমিজি)
দানের উপকারিতা সম্পর্কে আরও বর্ণিত হয়েছে যে প্রতিদিন সকালে দুই ফেরেশতা পৃথিবীতে অবতরণ করেন। একজন দানকারীর জন্য দোয়া করেন, হে আল্লাহ দানকারীর সম্পদ বৃদ্ধি করুন। আরেকজন কৃপণের জন্য বদদোয়া করেন, হে আল্লাহ তার সম্পদ ধ্বংস করুন। (বুখারি, মুসলিম)
আরেক হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি হালাল উপার্জন থেকে দান করে, আল্লাহ তাআলা সেই দানকে গ্রহণ করেন এবং তা এমনভাবে লালন-পালন করেন যে শেষ পর্যন্ত তা পর্বতসমান হয়ে যায়। (মুআত্তা মালেক)
সূত্র- সংগৃহীত
পাবলিকিয়ান টুডে/ এসএইচ | ফেসবুক