...

দাবী আদায় না হওয়া পর্যন্ত ক্লাস বর্জনের ঘোষনা এআইইউবি শিক্ষার্থীদের।

Ashraful প্রকাশ: ১৯ আগস্ট, ২০২৪, ০৯:০০

এআইইউবি ক্যাম্পাস প্রতিনিধি:
বেসরকারী বিশ্ববিদ্যালয় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা বিভিন্ন অনিয়মম ও নিজেদের প্রাপ্য অধিকার আদায়ের লক্ষ্যে ২০ দফা দাবি বিশ্ববিদ্যালয়ের কতৃপক্ষের নিকট পেশ করেছে।২০দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত সকল শিক্ষার্থী অনলাইন ক্লাস বর্জনের ঘোষনা দিয়েছেন এবং উল্লেখ্যযোগ্য শিক্ষার্থী ১৮ই আগস্টের অনলাইন ক্লাস বর্জন করেছেন। শিক্ষার্থীদের পক্ষ থেকে ৭২ ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে দাবি মেনে নেওয়ার জন্য।উল্লেখ্য ১৮ আগস্ট থেকে অনলাইনে নিয়মিত ক্লাস নেওয়ার ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নোটিশ দিয়েছে।
২০ দাবির মধ্যে উল্লেখযোগ্যা দাবিসমূহ হলো:বর্তমান ভাইস-চ্যান্সেলর,প্রফেসর ড.সাইফুল ইসলামের পদত্যাগ,ক্যান্টিনের খাবার মান উন্নত করা, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে ফ্রি ওয়াইফাই স্থাপন করা,শিক্ষার্থীদের জন্য গনপরিবহন ব্যাবস্থা করা, শিক্ষার মান বৃদ্ধির জন্য মানসম্মত শিক্ষক নিয়োগ ও গবেষণার ব্যাবস্থা করা, ল্যাব উন্নয়ন এবং অযাচিত জরিমানা বন্ধ করা।
শিক্ষার্থীরা বিশ্বাস করেন পড়াশোনার পরিবেশ উন্নয়নের জন্য ২০দফা দাবীসমূহ এআইইউবি কর্তৃপক্ষ বিবেচনা করবে এবং দাবীগুলা মেনে নিবে।এআইইউবি’র উল্লেখযোগ্য শিক্ষক শিক্ষার্থীদের দাবি সমূহের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েন।