দুইদিন আগের স্ট্যাটাসই যেন সত্য হয়ে ফিরলো 'মাহির আল ফাইয়াজ' এর | Publician Today

দুইদিন আগের স্ট্যাটাসই যেন সত্য হয়ে ফিরলো ‘মাহির আল ফাইয়াজ’ এর

Rakib Hasan প্রকাশ: ২০ অক্টোবর, ২০২৪, ১১:৩৬

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ৮২তম ব্যাচের মেধাবী শিক্ষার্থী মাহির আল ফাইয়াজ দীর্ঘদিন ধরে হৃদরোগে আক্রান্ত থেকে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মাহির আল ফাইয়াজ শেকৃবির কৃষি অর্থনীতি বিভাগের ছাত্র। অনেকদিন যাবৎ তার হৃদরোগের সমস্যা ছিলো এবং অপারেশনও করা হয়েছিলো। পূজার ছুটির মধ্যে থেকে সে আবারও অনেক অসুস্থ হয়ে যায়। অত:পর সে মৃত্যুবরণ করে। ছেলেটির গ্রামের বাড়ি মেহেরপুর জেলায়।

বিশ্ববিদ্যালয় জুড়ে চলছে শোকের আবহ। তার মৃত্যুতে আজকের কৃষি অর্থনীতি বিভাগের পরীক্ষা স্থগিত করা হয়। আজ বাদ আসর শেকৃবির কেন্দ্রীয় মসজিদে দোয়ার ব্যবস্থাও করা হয়।
উল্লেখ্য, ফাইয়াজ ‘২৪ এর ছাত্র আন্দোলনে সমর্থন ও বিভিন্নভাবে উৎসাহ, অনুপ্রেরণা দিয়ে এসেছেন।

শাহরিয়ার ইমন
শেকৃবি