দ্বিতীয় পর্যায়ের নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার গুরুত্বপূর্ণ বৈঠক | Publician Today

দ্বিতীয় পর্যায়ের নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার গুরুত্বপূর্ণ বৈঠক

অনলাইন ডেস্ক প্রকাশ: ২৫ মে, ২০২৫, ২০:০৮

দেশের চলমান রাজনৈতিক অচলাবস্থা নিরসনে দ্বিতীয় পর্যায়ের সংলাপে বসেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোববার (২৫ মে) সন্ধ্যায় রাজধানীর যমুনা ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে, বিকেল ৫টা ২০ মিনিটে প্রথম দফার বৈঠকে অংশ নেওয়া নেতারা যমুনা ভবনে প্রবেশ করেন এবং আলোচনা শেষে সন্ধ্যা পৌনে সাতটার দিকে দ্বিতীয় দফার নেতারা বৈঠকে বসেন।

আরও পড়ুন: সিলিং ফ্যান খুলে পড়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা আহত

দ্বিতীয় দফার সংলাপে অংশ নিয়েছেন ৯ জন রাজনীতি ও ধর্মভিত্তিক সংগঠনের নেতা। তারা হলেন মাওলানা সাদিকুর রহমান, মাওলানা রেজাউল করিম, মাওলানা মামুনুল হক, মাওলানা আহমেদ আব্দুল কাদের, মাওলানা আজিজুল হক ইসলামাবাদি, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, নুরুল হক নূর, মাওলানা মুসা বিন ইজহার এবং মুফতি মাওলানা শাখাওয়াত হোসাইন রাযি।

এর আগে প্রথম দফার বৈঠকে অংশ নিয়েছিলেন কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম, মাহমুদুর রহমান মান্না, সাইফুল হক, জোনায়েদ সাকি, হাসনাত কাইয়ুম, মুজিবর রহমান মঞ্জু, মুজাহিদুল ইসলাম সেলিম, খালেকুজ্জামান ভূঁইয়া, টিপু বিশ্বাস, শেখ রফিকুল ইসলাম বাবলু এবং শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।

পাবলিকিয়ান টুডে/ এম