ব্রেকিং নিউজ :
দ্বিতীয় বিয়ে করায় স্বামীর ওপর অভিমান করে দেড় বছরের মেয়েকে হত্যার পর মায়ের আত্মহত্যা
ডেস্ক রিপোর্ট
- প্রকাশিত: ০৫:১২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪
- / 66
দ্বিতীয় বিয়ে করায় স্বামীর ওপর অভিমান করে দেড় বছরের মেয়েকে হত্যার পর নিজেও আত্মহত্যা করেছে৯ মাসের অন্তঃসত্ত্বা মনিরা খাতুন (২৫)
স্থানীয়রা জানান, মনিরা ৯ মাসের অন্তঃসত্ত্বা। কয়েক দিনের মধ্যেই তার সিজার করার কথা ছিল। এদিকে কিছু দিন আগে মনিরার স্বামী রাজু দ্বিতীয় বিয়ে করেন। এনিয়ে তাদের মধ্যে ঝগড়া চলছিল। এর আগেও মনিরা বাবার বাড়ি এসে থেকেছেন। দুদিন আগে তিনি বাবার বাড়ি আসেন। এরই মধ্যে মঙ্গলবার সকালে তিনি গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেন। এর আগে তিনি তার মেয়ে জান্নাতুলকেও একইভাবে গ্যাস ট্যাবলেট খাইয়ে হত্যা করেন।
মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ঘোনার এলাকায় বাবার বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।