বাংলাদেশ প্রিমিয়ার লিগের সার্বিক সহযোগিতায় ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে চলছে ‘তারুণ্যের উৎসব–২০২৫’ টি–১০ ক্রিকেট টুর্নামেন্ট। প্রতিযোগিতার শুরু থেকেই দুর্দান্ত ছন্দে রয়েছে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট দল। টুর্নামেন্টে একের পর এক দাপুটে পারফরম্যান্সে জয়ের ধারায় এগিয়ে যাচ্ছে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট। এর আগে বাংলাদেশ ইনস্টিটিউট অব গ্লাস অ্যান্ড সিরামিকস, গ্রাফিক্স আর্টস ইনস্টিটিউট ও টাঙ্গাইল পলিটেকনিককে হারিয়ে নক আউট পর্বে জায়গা নিশ্চিত করে তারা।
আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) নক আউট পর্বে নরসিংদী পলিটেকনিকের বিপক্ষে রোমাঞ্চকর লড়াইয়ে মাত্র ৪ রানের জয় তুলে নেয় ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট। শেষ মুহূর্তের নাটকীয়তা পেরিয়ে জয় নিশ্চিত হতেই আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশে সিজদায় লুটিয়ে পড়েন দলের ক্রিকেটাররা।
জয়ের এই ধারা ধরে রেখে ফাইনালের পথে আরও এক ধাপ এগিয়ে গেল ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ক্রিকেট টিম।
পাবলিকিয়ান টুডে/ এসএইচ | ফেসবুক