নৈতিক অবক্ষয়: ডিআইইউ'র সমন্বয়কে অব্যাহতি | Publician Today

নৈতিক অবক্ষয়: ডিআইইউ’র সমন্বয়কে অব্যাহতি

Paru Vai প্রকাশ: ০৬ নভেম্বর, ২০২৪, ১২:২২

ডিআইইউ প্রতিনিধি:

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক এবং ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সমন্বয়ক মো. মেহেদী হাসান বাবু খানকে নৈতিক অবক্ষয় অসৌজন্যমূলক-অশ্লীল কর্মকাণ্ডের জন্য সকল কার্যক্রম থেকে অব্যাহতি প্রদান করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়।

সম্প্রতি সময়ে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সচেতন ছাত্র-জনতার অবগতির জন্য জানানো যাচ্ছে যে,সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় আওতাভুক্ত ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সমন্বয়ক মো. মেহেদী হাসান বাবু খানকে নৈতিক অবক্ষয় জনিত কারণে উক্ত পদবী এবং সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হলো।

কেন্দ্রীয় সহ-সমন্বয়ক এবং ডিআইইউ’র সমন্বয়ক মো.মেহেদী হাসান বাবু খানকে নৈতিক অবক্ষয় এবং অবাঞ্ছিত ঘোষণার বিষয়ে জানতে চেয়ে তার ব্যক্তিগত টেলিফোন নাম্বারে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

অব্যাহতি দেওয়া প্রসঙ্গে নাম প্রকাশ্যে অনিচ্ছুক সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক সমন্বয়ক বলেন, গত ২৫ অক্টোবর ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষণার পর সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় খাসি ভোজের আয়োজন করে।  সেখানে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় সহ ডিআইইউর সমন্বয়ক ও কেন্দ্রীয় সহ-সমন্বয়ক  বাবু খান উপস্থিত ছিলেন। সেখানে উপস্থিত এক নারী সহযোদ্ধার সাথে অসৌজন্যমূলক-অশ্লীল এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নীতি-বিরোধী  কাজ করে বাবু খান।

তিনি আরো বলেন, এর পরে ওই নারীর অভিযোগের পরিপ্রেক্ষিতে বাবু খান কে তৎক্ষণাৎ জিজ্ঞাসাবাদ করা হলে তিনি তা স্বীকার করেন। এর পর থেকে বাবু খান নিজেকে লুকিয়ে রাখে এবং আত্মগোপনে চলে যায়। ওই ঘটনার পর  সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বাবু খান কে আজীবনের জন্য অবাঞ্চিত ঘোষণা করা হয়।

তিনি আরো বলেন, ব্যক্তিগত নিরাপত্তা এবং নারী সহযোদ্ধার সম্মানের জন্য  আমরা তার নাম প্রকাশ করছি না৷