০১:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

নৌকাডুবিতে সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন বাবা

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: ১১:৫৩:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫
  • / 74

মনিরুল

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় ছয় বছরের সন্তানকে বাঁচাতে গিয়ে নৌকাডুবির ঘটনায় মনিরুল ইসলাম (২৮) নামে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারীর মৃত্যু হয়েছে। বুধবার (২০ আগস্ট) দুপুরে কায়েমপুর ইউনিয়নের চিনিধুকুরিয়া বিলে এ ঘটনা ঘটে। নিহত মনিরুল ইসলাম ব্রজবালা গ্রামের আব্দুস সালামের ছেলে এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানান, মনিরুল তার ছেলেকে নিয়ে ধান পৌঁছে দিতে পাশের গ্রামের একটি রাইস মিলে যাচ্ছিলেন। মাঝপথে হঠাৎ নৌকাটি ডুবে যায়। এ সময় সন্তানকে বাঁচাতে তিনি প্রাণপণ চেষ্টা চালিয়ে ছেলেকে মাথার ওপর ধরে সাতরাতে থাকেন। শেষ পর্যন্ত ছেলেকে নিরাপদে পাড়ে তুলতে পারলেও নিজে আর উঠতে পারেননি।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শাহ্ আলী জানান, উপাচার্য প্রফেসর ড. এস. এম. হাসান তালুকদার এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। শাহজাদপুর থানা পুলিশের ওসি আসলাম আলী বলেন, “ছেলেকে রক্ষা করতে গিয়ে মনিরুল ইসলাম নিজের জীবন দিয়েছেন, যা অত্যন্ত হৃদয়বিদারক।”

শেয়ার করুন

নৌকাডুবিতে সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন বাবা

প্রকাশিত: ১১:৫৩:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় ছয় বছরের সন্তানকে বাঁচাতে গিয়ে নৌকাডুবির ঘটনায় মনিরুল ইসলাম (২৮) নামে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারীর মৃত্যু হয়েছে। বুধবার (২০ আগস্ট) দুপুরে কায়েমপুর ইউনিয়নের চিনিধুকুরিয়া বিলে এ ঘটনা ঘটে। নিহত মনিরুল ইসলাম ব্রজবালা গ্রামের আব্দুস সালামের ছেলে এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানান, মনিরুল তার ছেলেকে নিয়ে ধান পৌঁছে দিতে পাশের গ্রামের একটি রাইস মিলে যাচ্ছিলেন। মাঝপথে হঠাৎ নৌকাটি ডুবে যায়। এ সময় সন্তানকে বাঁচাতে তিনি প্রাণপণ চেষ্টা চালিয়ে ছেলেকে মাথার ওপর ধরে সাতরাতে থাকেন। শেষ পর্যন্ত ছেলেকে নিরাপদে পাড়ে তুলতে পারলেও নিজে আর উঠতে পারেননি।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শাহ্ আলী জানান, উপাচার্য প্রফেসর ড. এস. এম. হাসান তালুকদার এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। শাহজাদপুর থানা পুলিশের ওসি আসলাম আলী বলেন, “ছেলেকে রক্ষা করতে গিয়ে মনিরুল ইসলাম নিজের জীবন দিয়েছেন, যা অত্যন্ত হৃদয়বিদারক।”