...

পতিত স্বৈরাচারের বিচার ও আ’লীগকে নিষিদ্ধের দাবিতে ইবিতে বিক্ষোভ

Paru Vai প্রকাশ: ১০ নভেম্বর, ২০২৪, ১২:০৮

ইবি প্রতিনিধি:

পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বিচার ও এই সংগঠনকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ ও মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

রোববার (১০ নভেম্বর) বিকাল ৩ টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড়ে একত্রিত হন শিক্ষার্থীরা। পরবর্তীতে একটি বৃহৎ মিছিলের বহর বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক’সহ বিশ্ববিদ্যালয় সংলগ্ন খুলনা-কুষ্টিয়া মহাসড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।

IMG 20241110 WA0008

বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা এক হয়েছে বাংলাদেশ ফ্যাসিবাদের দিনশেষ, হত্যাকারী, স্বৈরাচারী শেখ হাসিনার গলায় দড়ি, কন্ঠে আবার লাগা জোর ফ্যাসিবাদের কবর খোড়, স্বৈরাচারীর ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না; রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়; দিয়েছি তো রক্ত, আরো দেবো রক্ত; আওয়ামী লীগের দালালেরা, হুশিয়ার সাবধান; ধর ধর লীগ ধর, ধইরা ধইরা সাইজ কর; সন্ত্রাসীদের বিরোদ্ধে, ডাইরেক্ট একশন; আওয়ামী লীগের চামড়া, তুলে নেব আমরা ইত্যাদি বিভিন্ন স্লোগান দিতে থাকেন। 

এসময় সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক নাহিদ হাসান, ইয়াশিরুল কবীর সৌরভ, তানভীর মন্ডল’সহ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এসময় সহ-সমন্বয়ক নাহিদ হাসান বলেন, যতক্ষণ পর্যন্ত এই হাসিনার বিচার না করা হবে ততক্ষণ পর্যন্ত বিভিন্ন ধরনের চক্রান্ত করার চেষ্টা চালাবে। সুতরাং আমাদের একমাত্র দাবী খুনি হাসিনাকে অনতিবিলম্বে দেশে ফিরিয়ে এনে ফাঁসি দিতে হবে। আমাদের শহীদের রক্তের প্রতি যে দায়বদ্ধতা আছে সেই দায়বদ্ধতা থেকে আমাদেরকে মুক্ত করতে হবে। আমাদের মধ্যে ভিন্ন ভিন্ন মতামত থাকতে পারে কিন্তু একটা জিনিসের ব্যাপারে আমরা সবাই কঠোর, আওয়ামী লীগ প্রশ্নে এদেশের সবাই এক। এদেশে তাদের ঠাঁই দেওয়া হবে না। ছাত্রলীগ একটি নিষিদ্ধ সংগঠন এদেশে যদি এই সংগঠনের কোন প্রকার কার্যক্রম পরিচালনা হয় তাহলে সন্ত্রাসী আইনে তাদের অনতিবিলম্বে বিচার করতে হবে।

নূর ই আলম
ইসলামী বিশ্ববিদ্যালয়