পবিপ্রবিতে সাতক্ষীরা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের কার্যকরী পরিষদ গঠন | Publician Today

পবিপ্রবিতে সাতক্ষীরা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের কার্যকরী পরিষদ গঠন

Rakib Hasan প্রকাশ: ৩০ নভেম্বর, ২০২৪, ১২:১৪

মোঃ সাইফুল ইসলাম, পবিপ্রবি প্রতিনিধিঃ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) সাতক্ষীরা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ২০২৪-২৫ সালের নতুন কার্যকরী পরিষদ ঘোষণা করা হয়েছে। এ পরিষদে সভাপতি হিসেবে যুবাইর আহম্মেদ এবং সাধারণ সম্পাদক হিসেবে বিপ্লব দেবনাথ নির্বাচিত হয়েছেন।

নবগঠিত পরিষদে সিনিয়র সহ-সভাপতি হিসেবে মনিরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ হিসেবে মোস্তাফিজুর রহমান দায়িত্ব পেয়েছেন। সাংগঠনিক সম্পাদক হিসেবে দেবব্রত সানা এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে আহছান হাবীব মনোনীত হয়েছেন।

নতুন কমিটিতে মোট ৪৬ জন সদস্য বিভিন্ন পদে দায়িত্ব পালন করবেন। ছাত্রছাত্রীদের শিক্ষা, সংস্কৃতি ও সমাজকল্যাণে কাজ করার লক্ষ্যে পরিষদ গঠন করা হয়েছে। এই পরিষদ ক্যাম্পাসে শিক্ষার্থীদের কল্যাণে ভূমিকা রাখার পাশাপাশি শিক্ষা, সাংস্কৃতিক উন্নয়ন এবং ছাত্রীদের বিশেষ সুরক্ষা ও সুবিধা বৃদ্ধির জন্য কাজ করবে।

পরিষদের কার্যক্রম পরিচালনা ও দিকনির্দেশনা দেওয়ার জন্য পাঁচজন সম্মানিত শিক্ষক উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন। প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন কৃষি উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. মায়নুল হাসান, উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. আশরাফুল আলম, কৃষি প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. শেখ আব্দুল্লাহ আল মামুন হোসেন, ফিশারিজ টেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক মো. মিজানুর রহমান এবং পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রভাষক সানজিদা আক্তার।

নবনির্বাচিত যুবাইর আহম্মেদ তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, “সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়াটা আমার জীবনের একটি বড় প্রাপ্তি। আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ সকল শিক্ষক, সিনিয়র এবং সদস্যদের প্রতি, যারা আমাকে এ দায়িত্ব দিয়েছেন। আমি অঙ্গীকার করছি, আগামী এক বছরের জন্য সততা ও নিষ্ঠার সঙ্গে আমার দায়িত্ব পালন করব এবং সাতক্ষীরা জেলা পরিবারের উন্নতির শিখরে পৌঁছানোর সর্বোচ্চ চেষ্টা করব।”

তিনি আরও বলেন, “আমি প্রত্যাশা করি, সকল সদস্য আমার পাশে থেকে সংগঠনের কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ করবেন। তাদের সহযোগিতা এবং উপস্থিতি আমার পরিকল্পনা ও কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা সবাই মিলে সাতক্ষীরা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনকে উন্নয়ন ও সাফল্যের সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে কাজ করব।”