মাসুদা আক্তার রিফা, পবিপ্রবি প্রতিনিধি
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বরিশাল ক্যাম্পাসের ছাত্রীদের আবাসিক হল সুলতানা রাজিয়া হলের নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন প্রফেসর ড. মোঃ আহসানুর রেজা।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় থেকে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) জারি করা এক অফিস আদেশে তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়। আদেশে বলা হয়, সুলতানা রাজিয়া হলের (বরিশাল ক্যাম্পাস) বর্তমান প্রভোস্ট বেসিক সায়েন্স বিভাগের প্রফেসর মোসাম্মৎ কুলসুম বেগম এর দায়িত্ব শেষ হওয়ায় ফিজিওলজি ও ফার্মাকোলজি বিভাগের প্রফেসর ড. আহসানুর রেজাকে দুই বছরের জন্য প্রভোস্ট হিসেবে অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়। দায়িত্ব পালন সূত্রে তিনি প্রচলিত বিধি অনুযায়ী আর্থিক ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।
উল্লেখ্য, প্রভোস্ট হিসেবে তিনি হলের সার্বিক প্রশাসনিক কার্যক্রম, শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থাপনা, শৃঙ্খলা রক্ষা ও কল্যাণমূলক কার্যক্রম তদারকি করবেন।
পাবলিকিয়ান টুডে/ এসএইচ | ফেসবুক
