...

পাকিস্তানে পিটিআইয়ের বিক্ষোভে উত্তেজনা, ইসলামাবাদ, রাওয়ালপিন্ডিতে কারফিউ জারি

অনলাইন ডেস্ক প্রকাশ: ০২ ডিসেম্বর, ২০২৫, ১৩:০৭
Photo: Ishara S. Kodikara/AFP/Getty Images

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার ও ইসলামাবাদ হাইকোর্টের সামনে ব্যাপক বিক্ষোভের ঘোষণা দিয়েছে। ইমরান খানের সঙ্গে পরিবার ও নেতাকর্মীদের দেখা করার ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রতিবাদে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে বলে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানিয়েছে।

পিটিআইয়ের এই বিক্ষোভ কর্মসূচির মধ্যেই ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডি প্রশাসন জনসমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। রাওয়ালপিন্ডি জেলা প্রশাসন সোমবার থেকে তিন দিনের জন্য গণজমায়েত নিষিদ্ধ ঘোষণা করে। আর ফেডারেল রাজধানী ইসলামাবাদে ১৮ নভেম্বর থেকে দুই মাসের জন্য জনসমাবেশ নিষিদ্ধ থাকে।

ডন-এর বরাতে জানানো হয়, পিটিআই নেতা আসাদ কায়সার জানিয়েছেন, জাতীয় পরিষদ ও সিনেটের বিরোধীদলীয় সদস্যরা প্রথমে ইসলামাবাদ হাইকোর্টের সামনে সমবেত হবেন, এরপর বিক্ষোভ নিয়ে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারের সামনে অবস্থান নেবেন। তিনি বলেন, “বিক্ষোভ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কারণ ইসলামাবাদ হাই কোর্ট তার আদেশ বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে এবং আদিয়ালা কারাগার প্রশাসনও আদালতের আদেশ বাস্তবায়ন করতে ইচ্ছুক নয়।”

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, সরকার রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা জারি করেছে এবং আদিয়ালা জেলের সব প্রবেশপথ বন্ধ করে দিয়েছে। পিটিআই মঙ্গলবার সেখানে বড় ধরনের প্রতিবাদের প্রস্তুতি নিচ্ছে।

কায়সার আরও জানিয়েছেন, তিনি মঙ্গলবার কোয়েটায় একটি গণসমাবেশে যোগ দেবেন এবং গোহর আলী খানসহ পিটিআই নেতারা রাওয়ালপিন্ডি ও ইসলামাবাদে বিক্ষোভে নেতৃত্ব দেবেন। তিনি দাবি করেন, “পাকিস্তানের সংসদীয় কমিটি ইমরান খানের মুক্তির দাবি জানিয়েছে এবং কমিটি বলেছে যে প্রশাসন সাবেক প্রধানমন্ত্রীর পরিবারকে দেখা করতে না দেওয়ার মাধ্যমে মানবাধিকার লঙ্ঘন করছে।”

এদিকে গত সপ্তাহে খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি আদিয়ালা কারাগারের সামনে অবস্থান কর্মসূচি করেন। অভিযোগ করা হয়, আটবার চেষ্টা করেও তাকে ইমরান খানের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি।

গত কয়েক সপ্তাহ ধরে ইমরান খানের পরিবারের সদস্যদেরও তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে দেওয়া হয়নি। তাঁর স্বাস্থ্যের বিষয়ে নানা জল্পনা-কল্পনার মধ্যে সরকার ও পিটিআই নেতারা জানিয়েছেন, “পিটিআই চেয়ারম্যান সুস্থ আছেন।”

পাবলিকিয়ান টুডে/ সংগৃহীত | ফেসবুক

সূত্র- The Indian Express