পাবিপ্রবিতে আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ সিজন–০৩ অফলাইন রেজিস্ট্রেশন বুথ অনুষ্ঠিত
- প্রকাশিত: ১১:০৪:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
- / 475
স্লোগান: “Empowering Future with Technology”
জাতীয় প্রতিযোগিতা “আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ সিজন–০৩”–এর অফলাইন রেজিস্ট্রেশন বুথ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি)। ২০২৫ সালের ১৭, ১৮ ও ১৯ আগস্ট তিন দিনব্যাপী এই রেজিস্ট্রেশন বুথ চলে উৎসবমুখর পরিবেশে। এবারের আয়োজনের মূলমন্ত্র ছিল “Empowering Future with Technology”।
যদিও অলিম্পিয়াডের রেজিস্ট্রেশন অনলাইনের মাধ্যমে সব শ্রেণির শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত, তবে পাবিপ্রবির অফলাইন বুথটির গুরুত্ব ছিল বিশেষ। এখানে শিক্ষার্থীরা সরাসরি নিবন্ধনের সুযোগ পাওয়ার পাশাপাশি ক্যাম্পাস অ্যাম্বাসেডররা একত্রিত হয়ে নিজেদের দায়িত্ব বোঝা, একে অপরকে সহায়তা করা এবং কাজের অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান। ভবিষ্যতে তারা যেন নিজেদের দায়িত্ব আরও ভালোভাবে পালন করতে পারেন, সেই লক্ষ্যেই এই সমন্বিত আয়োজন।
পাবিপ্রবির সক্রিয় অ্যাম্বাসেডররা হলেন: বাদল হোসেন, জেরিন জামান, ইসরাত জাহান, মো. শাখাওয়াত হোসেন, ইস্তিয়াক, রেজওয়ান, সাদিয়া, তানজিমা হক ও সুমাইয়া।
এছাড়া জেলা টিমের সদস্যরা—মো. মাজহারুল ইসলাম, মুয়াজ, ইমন ও মারিয়া—এই বুথ পরিচালনায় সক্রিয় ভূমিকা পালন করেছেন।
আয়োজকদের পক্ষ থেকে বিশেষ কৃতজ্ঞতা জানানো হয়েছে পাবিপ্রবির প্রক্টর প্রফেসর কামরুজ্জামান স্যারকে, যিনি এই বুথ আয়োজনের অনুমতি দিয়ে শিক্ষার্থীদের জন্য প্রযুক্তিমুখী একটি অনুপ্রেরণাদায়ী পরিবেশ তৈরি করতে সহায়তা করেছেন।
অনেক শিক্ষার্থী জানান, এ ধরনের প্রতিযোগিতা তাঁদের তথ্যপ্রযুক্তি বিষয়ক জ্ঞান, সৃজনশীলতা, সমস্যা সমাধানের দক্ষতা ও কর্মক্ষেত্রে প্রতিযোগিতামূলক যোগ্যতা অর্জনে সহায়তা করবে।
আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ সম্পর্কে সংক্ষেপে
আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ একটি জাতীয় উদ্যোগ যা তরুণ প্রজন্মকে প্রযুক্তি শিক্ষায় উদ্বুদ্ধ করে, ডিজিটাল দক্ষতা তৈরি করে এবং তাদেরকে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলার উপযোগী করে তোলে। তৃতীয় মৌসুমেও এই অলিম্পিয়াড তরুণদের উদ্ভাবনী চিন্তাকে বাস্তবে রূপ দেওয়ার লক্ষ্য নিয়েই এগিয়ে যাচ্ছে।
সফল শিক্ষার্থীরা পাবেন সার্টিফিকেট, বৃত্তি ও আকর্ষণীয় পুরস্কার, পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আইসিটি খাতে ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে বিশেষ সুযোগ।
পাবিপ্রবিতে আয়োজিত অফলাইন রেজিস্ট্রেশন বুথ শিক্ষার্থীদের আগ্রহ ও অ্যাম্বাসেডরদের নিবেদিতপ্রাণ প্রচেষ্টার একটি অনন্য দৃষ্টান্ত। “Empowering Future with Technology” স্লোগানকে সামনে রেখে আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ সিজন–০৩ শুধুমাত্র একটি প্রতিযোগিতা নয়, বরং একটি আন্দোলন—যা স্মার্ট বাংলাদেশ গঠনে তরুণদের দক্ষ করে তুলবে।
আমরা স্বপ্ন দেখি, আমরা গড়ে তুলি, আমরা প্রযুক্তির মাধ্যমে ভবিষ্যৎকে শক্তিশালী করি।