০৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ১৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

পাবিপ্রবিতে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিকে ফুটিয়ে তুলতে সপ্তাহব্যাপী গ্রাফিতি অঙ্কণ শুরু

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: ০৭:০৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫
  • / 109

পাবিপ্রবি প্রতিনিধি, পাবনা

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পাবনার স্মৃতিকে তুলে ধরতে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজ রবিবার (২০ জুলাই) থেকে সপ্তাহব্যাপী দেয়াল চিত্র ও গ্রাফিতি অঙ্কণ শুরু হয়েছে। এই দেয়াল চিত্র ও গ্রাফিতি অঙ্কণ কার্যক্রমের স্থান বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের পাশের দেয়াল থেকে মুক্তমঞ্চ পর্যন্ত। সকাল ১১টায় এই কার্যক্রমের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল-আওয়াল। এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান।

আরও উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর, ছাত্র উপদেষ্টা, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। উপস্থিত ছিলেন জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. কামরুজ্জামান।

উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল-আওয়াল বলেন, ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে দেয়াল চিত্র ও গ্রাফিতি অঙ্কণ শুরু হলো। দেয়াল চিত্র ও গ্রাফিতির মাধ্যমে আন্দোলনকে দেয়ালে ফুটিয়ে তোলা হবে। আঞ্চলিক শহরগুলোতে জুলাইয়ে যে আন্দোলন হয়েছে, সেটিই জাতির সামনে ফুটিয়ে তোলার জন্য এটি একটি ভালো উদ্যোগ। আমাদের ছেলেমেয়েদের জুলাই-আগস্টের অবদান অনস্বীকার্য। তিনি শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন।’

দেয়াল চিত্র ও গ্রাফিতি অঙ্কণ আগামী ২৭ জুলাই পর্যন্ত চলবে।

শেয়ার করুন

পাবিপ্রবিতে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিকে ফুটিয়ে তুলতে সপ্তাহব্যাপী গ্রাফিতি অঙ্কণ শুরু

প্রকাশিত: ০৭:০৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫

পাবিপ্রবি প্রতিনিধি, পাবনা

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পাবনার স্মৃতিকে তুলে ধরতে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজ রবিবার (২০ জুলাই) থেকে সপ্তাহব্যাপী দেয়াল চিত্র ও গ্রাফিতি অঙ্কণ শুরু হয়েছে। এই দেয়াল চিত্র ও গ্রাফিতি অঙ্কণ কার্যক্রমের স্থান বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের পাশের দেয়াল থেকে মুক্তমঞ্চ পর্যন্ত। সকাল ১১টায় এই কার্যক্রমের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল-আওয়াল। এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান।

আরও উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর, ছাত্র উপদেষ্টা, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। উপস্থিত ছিলেন জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. কামরুজ্জামান।

উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল-আওয়াল বলেন, ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে দেয়াল চিত্র ও গ্রাফিতি অঙ্কণ শুরু হলো। দেয়াল চিত্র ও গ্রাফিতির মাধ্যমে আন্দোলনকে দেয়ালে ফুটিয়ে তোলা হবে। আঞ্চলিক শহরগুলোতে জুলাইয়ে যে আন্দোলন হয়েছে, সেটিই জাতির সামনে ফুটিয়ে তোলার জন্য এটি একটি ভালো উদ্যোগ। আমাদের ছেলেমেয়েদের জুলাই-আগস্টের অবদান অনস্বীকার্য। তিনি শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন।’

দেয়াল চিত্র ও গ্রাফিতি অঙ্কণ আগামী ২৭ জুলাই পর্যন্ত চলবে।