...

পাবিপ্রবিতে শিক্ষকদের জন্য প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

Paru Vai প্রকাশ: ০৪ ডিসেম্বর, ২০২৪, ১৬:১৩

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজ বুধবার (৪ ডিসেম্বর) সকল বিভাগের প্রভাষকদের জন্য ‘ওয়ার্কশপ অন টিচিং, লার্নিং অ্যান্ড অ্যাসেসমেন্ট’ বিষয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এসএম আব্দুল আওয়াল।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান রিসোর্স পারসনও ছিলেন পাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. এসএম আব্দুল আওয়াল। রিসোর্স পারসন হিসেবে আরও ছিলেন পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. খায়রুল আলম এবং ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো. হাসিবুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এসএম আব্দুল আওয়াল বলেন, মানব কল্যাণ ও দেশের উন্নয়নের জন্য আমাদের প্রায়োগিক গবেষণার প্রতি মনোযোগ বাড়াতে হবে। অবকাঠামো নির্মাণের চেয়ে গবেষণায় বেশি দৃষ্টি দিতে হবে। সৎভাবে দেশকে নিজের মধ্যে ধারণ করা এবং ভালোকিছুর জন্য পজিটিভ পরিবেশ তৈরি করতে হবে। তিনি বলেন, আমাদের সিস্টেম ডেভেলপ করতে হবে। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের কোয়ালিটি বাড়াতে হবে।