ব্রেকিং নিউজ :
প্যারিস অলিম্পিকে শ্যুটার রবিউল
ডেস্ক রিপোর্ট
- প্রকাশিত: ০৬:৪০:০০ অপরাহ্ন, বুধবার, ১৯ জুন ২০২৪
- / 44
সাগরের পর প্যারিস অলিম্পিকে খেলার সুখবর পেয়েছেন শ্যুটার রবিউল ইসলাম। তিনি ওয়াইল্ড কার্ডের মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনের সর্বোচ্চ আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।
বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের উপ-মহাসচিব ও প্যারিস অলিম্পিকে বাংলাদেশের কন্টিনজেন্টের শেফ দ্য মিশন ইন্তেখাবুল হামিদ অপু মালয়েশিয়া থেকে বলেন, ‘আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) রবিউল ইসলামকে ওয়াইল্ড কার্ড বরাদ্দ করেছে। অতি সম্প্রতি আইওসি আমাদের আনুষ্ঠানিকভাবে বিষয়টি অবহিত করেছে।’
১০ মিটার এয়ার রাইফেলে বাংলাদেশের অন্যতম সেরা শ্যুটার রবিউল। এই বছর ইন্দোনেশিয়ায় এশিয়ান শ্যুটিং চ্যাম্পিয়নশিপেই তিনি সরাসরি অলিম্পিক খেলার যোগ্যতা অর্জনের কাছাকাছি ছিলেন।