প্রতিবন্ধী ছেলেকে সেতু থেকে ফেলে দিলেন মা!
- প্রকাশিত: ০১:৩০:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
- / 1052
মাদারীপুরের শিবচরে এক মায়ের বিরুদ্ধে তার ১৫ বছর বয়সী প্রতিবন্ধী ছেলেকে সেতু থেকে আড়িয়াল খাঁ নদে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে, উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বাঁচামারা এলাকায়।নিখোঁজ কিশোরের নাম নাসির উদ্দিন। তিনি বন্দরখোলা ইউনিয়নের কাচারীকান্দি গ্রামের মৃত আজগর হাওলাদারের ছেলে। স্থানীয়রা জানান, ওই নারী বিকেল থেকে নিজের ছোট মেয়ে (৬) এবং ছেলে নাসিরকে নিয়ে সেতুর রেলিংয়ের পাশে বসে ছিলেন। সন্ধ্যার পর সেতু ফাঁকা হলে, তিনি হঠাৎ ছেলেকে রেলিংয়ের ওপর থেকে নদীতে ফেলে দেন।দৃশ্যটি দেখে আশপাশের লোকজন তাৎক্ষণিকভাবে তাকে আটক করে এবং ৯৯৯-এ ফোন দেন। পরে দত্তপাড়া পুলিশ ফাঁড়ির এসআই ইমরান শিল্পী ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত রিজিয়া বেগম (৪৫)কে আটক করে থানায় নিয়ে যান। ফায়ার সার্ভিস এসে উদ্ধার অভিযান শুরু করলেও এখন পর্যন্ত নাসিরের সন্ধান মেলেনি।শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রতন শেখ জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিজিয়া বেগম তার অপরাধ স্বীকার করেছেন। জানা গেছে, দীর্ঘদিন ধরে ছেলের প্রতিবন্ধকতা নিয়ে মানসিক চাপে ছিলেন তিনি।