...

বদলে যাচ্ছে পুলিশের লোগো ও পোশাক

Rakib Hasan প্রকাশ: ১১ আগস্ট, ২০২৪, ১৯:০৪

পুলিশের পোশাক ও লোগোয় পরিবর্তন আনার সিদ্ধান্ত হয়েছে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) এম সাখাওয়াত হোসেনের সঙ্গে আন্দোলনরত পুলিশ সদস্যদের একটি প্রতিনিধি দলের বৈঠকে।

বৈঠকে পুলিশ সদস্যদের কর্মবিরতি প্রত্যাহারেরও সিদ্ধান্ত হয়।

পুলিশের দুইজন কর্মকর্তা জানা, বৈঠকে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। এ সময় পুলিশের দাবিগুলোর অধিকাংশই মেনে নেয়ার কথা হয়েছে। জানানো হয়েছে শিগগিরই পুলিশের পোশাক পরিবর্তন করা হবে। এছাড়া পুলিশ নিয়ে একটি স্বাধীন কমিশন হওয়ার ব্যাপারেও ইতিবাচক ইঙ্গিত এসেছে।

এদিকে এদিন বৈঠকে পুলিশর ১১ দফা দাবির কয়েকটি অল্প সময়ের পূরণ করার আশ্বাস দেয়া হয়েছে। অন্য দাবিগুলো দীর্ঘ মেয়াদে পূরণ করা হবে।