বন্ধনহীন জন্ম-স্বাধীন সাম্যের সুরে নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুল জয়ন্তী শুরু | Publician Today

বন্ধনহীন জন্ম-স্বাধীন সাম্যের সুরে নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুল জয়ন্তী শুরু

JKKNIU CORREPOSDENT প্রকাশ: ২৫ মে, ২০২৫, ১৯:৩৮

“মোরা বন্ধনহীন জন্ম-স্বাধীন, চিত্ত মুক্ত শতদল”—এমন স্লোগানে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ১২৬তম নজরুল জয়ন্তী। রবিবার বিশ্ববিদ্যালয়ের ‘গাহি সাম্যের গান’ মঞ্চে এই আয়োজনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস. এম. এ. ফায়েজ।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। এতে প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি চেয়ারম্যান বলেন, “জাতীয় কবি নজরুল ইসলাম তাঁর অল্প জীবনে এত বিপুল পরিমাণ সাহিত্য সৃষ্টি করেছেন, যা বলে শেষ করা যাবে না। তাঁর লেখা লক্ষ লক্ষ পঙ্‌ক্তি আজও আমাদের চেতনার দীপ্ত উৎস। তিনি দ্রোহ, সাম্য, প্রেম আর মানবতার কবি ছিলেন। নজরুলের সেই আদর্শ ধারণ করেই আমাদের তরুণ প্রজন্ম রক্ত দিয়ে এই বাংলাদেশ সৃষ্টি করেছে।”

শিক্ষা খাতে বাজেট নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়গুলো অর্থের দাবি জানায় ইউজিসিতে, আমরা সেটা পাঠাই সরকারের কাছে। কিন্তু সরকার বলে, সব অর্থ তো বিদেশে চলে যাচ্ছে। তবুও আমরা চেষ্টা করছি শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এগিয়ে নিতে।”

সভাপতির বক্তব্যে উপাচার্য বলেন, “ত্রিশালবাসীর হৃদয়ে নজরুল শুধুই কবি নন, একান্ত আপন মানুষ। এই অঞ্চলে নজরুলের স্মৃতিচিহ্ন আমাদের গর্বের জায়গা। কোলকাতায় যেমন শান্তিনিকেতন আছে, আমরা চাই তেমনি ‘নজরুল নিকেতন’ হিসেবে গড়ে উঠুক এই বিশ্ববিদ্যালয়।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসির সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, সিন্ডিকেট সদস্য ডা. মো. মাহবুবুর রহমান ও নজরুল ইনস্টিটিউট ট্রাস্টি বোর্ডের সদস্য মো. জেহাদ উদ্দিন।

স্বাগত বক্তব্য দেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মিজানুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক রায়হানা আক্তার ও ইতিহাস বিভাগের প্রভাষক মো. জিল্লাল হোসাইন।

আরও পড়ুন: সিলিং ফ্যান খুলে পড়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা আহত

দিনের শুরুতে নজরুল ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য ও ইউজিসি চেয়ারম্যান। এরপর আলোচনা সভা ও সাংস্কৃতিক আয়োজন শুরু হয়। উদ্বোধনী পরিবেশনায় নজরুল সংগীত ‘অঞ্জলী লহ মোর’ পরিবেশন করেন সংগীত বিভাগের শিক্ষার্থীরা।

আলোচনা সভা শেষে অতিথিরা উদ্বোধন করেন বইমেলা। পরে তাঁরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবন ও ক্যাম্পাস ঘুরে দেখেন।

দুপুর আড়াইটা থেকে পুরাতন প্রশাসনিক ভবনের তৃতীয় তলায় শুরু হয় আন্তর্জাতিক নজরুল বক্তৃতামালা। এতে বাংলাদেশ ও ভারতের পাঁচজন শিক্ষক-গবেষক প্রবন্ধ উপস্থাপন করেন। সন্ধ্যায় ‘গাহি সাম্যের গান’ মঞ্চে অনুষ্ঠিত হয় আবৃত্তি, নৃত্য ও সংগীত পরিবেশনা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. এ. এইচ. এম. কামাল, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. তপন কুমার সরকার, আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজ, প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক ড. মো. আশরাফুল আলম এবং বাংলা বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স)।

দ্বিতীয় দিনেও রয়েছে নানা আয়োজন—সেমিনার, নাট্য পরিবেশনা ও সমাপনী সাংস্কৃতিক অনুষ্ঠান।

পাবলিকিয়ান টুডে/ এম