ববি প্রতিনিধি
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) অবকাঠামোগত উন্নয়ন, আয়তন বৃদ্ধি এবং পরিবহন খাত সংস্কারের তিন দফা দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ১ এর গ্রাউন্ড ফ্লোরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আইন বিভাগের শিক্ষার্থী জিছান হোসেন বলেন,“এটাকে বিশ্ববিদ্যালয় বলা যায় না, এটা যেন কলেজের আপডেট ভার্সন। অন্তর্বর্তী সরকার কি বরিশাল বিশ্ববিদ্যালয় চোখে দেখে না? আমাদের দাবি রাষ্ট্রপতি, ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয় বরাবর । যদি দাবি মানা না হয়, তাহলে আমরা মহাসড়ক অবরোধ করব, প্রয়োজনে সচিবালয় ঘেরাও করব ।”
রসায়ন বিভাগের শিক্ষার্থী আবু বকর বলেন, “আমাদের মূল দাবিগুলো হলো—আবাসন সংকট নিরসন, ক্যাম্পাসের আয়তন বৃদ্ধি এবং পর্যাপ্ত পরিবহন সুবিধা নিশ্চিত করা। আমরা আশা করি, বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি গুরুত্ব সহকারে দেখবে।”
অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ভূমিকা সরকার বলেন, “একটা বিশ্ববিদ্যালয় হিসেবে যেসব ন্যূনতম সুবিধা থাকা উচিত, তার অনেক কিছুই এখানে নেই। যদি আমরা অভিযোগের সব কিছু লিখতে শুরু করি, তাহলে কাগজ শেষ হয়ে যাবে কিন্তু অভিযোগ শেষ হবে না। যদি আমাদের দাবি না মানা হয়, তাহলে আমরা কঠোর কর্মসূচিতে যাব।”
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী অমিও মন্ডল বলেন,“আমরা আমাদের ন্যায্য দাবি চাই। আশা করি ইন্টারিয়াম সরকার আমাদের দাবিগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করবে এবং বিশ্ববিদ্যালয়ের চলমান সংকট দূর করবে। না হলে আমরা কঠোর কর্মসূচির দিকে যাব।”
উল্লেখ্য, এর আগে শিক্ষার্থীরা আলোচনার মাধ্যমে তিনটি মূল দাবি উত্থাপন করেছেন। দাবিগুলো হলো- ১. বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন (হল, একাডেমিক ভবন, অডিটোরিয়াম), ২. জমি অধিগ্রহণের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের আয়তন বৃদ্ধি, ৩. নিরাপদ ও পর্যাপ্ত পরিবহন পুল নিশ্চিতকরণ।