...

ববিতে চূড়ান্ত ভর্তি কার্যক্রম চলছে, ক্লাস শুরু ২১ অক্টোবর

অনলাইন ডেস্ক প্রকাশ: ০৬ অক্টোবর, ২০২৪, ১১:২৮

ববি প্রতিনিধি:

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তির চূড়ান্ত কার্যক্রম শুরু হয়েছে। এ ভর্তি কার্যক্রম রোববার (৬ অক্টোবর) থেকে শুরু হয়ে মঙ্গলবার (৮ অক্টোবর) পর্যন্ত চলবে। এছাড়াও ১ম বর্ষের ক্লাস কার্যক্রম আগামী ২১ অক্টোবর থেকে শুরু হবে।

রোববার (৬ অক্টোবর) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শুচিতা শরমিন চূড়ান্ত ভর্তি কার্যক্রম পরিদর্শন করেন। তিনি আগত শিক্ষার্থীদের সাথে কথা বলে ভর্তি কার্যক্রমের সার্বিক খোঁজখবর নেন। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, প্রক্টরসহ অন্যান্যরা।

উল্লেখ্য যে, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ৬টি অনুষদের অধীন ২৫টি বিভাগে মোট আসন সংখ্যা ১৫৭০ টি।