বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির শিক্ষার্থীদের জন্য ওরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৫ জানুয়ারি) সকাল ১১টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-এর চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম।
নির্ধারিত সময় অনুযায়ী অনুষ্ঠান সকাল সাড়ে দশটায় শুরু হওয়ার কথা থাকলেও প্রধান অতিথির সশরীরে উপস্থিত না থাকায় তা কিছুটা বিলম্বিত হয়ে শুরু হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানানো হয়েছে, অনাকাঙ্ক্ষিতভাবে বাসার সিঁড়ি থেকে পড়ে গিয়ে পায়ে আঘাত পাওয়ায় ইউজিসি চেয়ারম্যান সরাসরি অনুষ্ঠানে অংশ নিতে পারেননি। তবে তিনি ইউজিসির কার্যালয় থেকে অনলাইনে অনুষ্ঠানে যুক্ত হয়ে নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন।
অনুষ্ঠানের শুরুতে সঞ্চালক অধ্যাপক ড. মুহসিন উদ্দীন প্রধান অতিথির অনুপস্থিতির বিষয়টি উপস্থিত সবাইকে অবহিত করেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন।
উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম বলেন, নবাগত শিক্ষার্থীরা যারা বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন, তাদের উদ্দেশে আমি বলতে চাই বরিশাল বিশ্ববিদ্যালয় একটি স্বনামধন্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। প্রতিটি বিশ্ববিদ্যালয়ের যেমন ভালো দিক রয়েছে, তেমনি কিছু অন্ধকার দিক ও থাকে। আমি চাই না আপনারা কোনোভাবেই সেই অন্ধকার দিকের দিকে ধাবিত হন। বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ক্লাব রয়েছে; আপনারা এসব ক্লাবে যুক্ত হবেন। ক্লাব কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে আপনারা মানসিক ও মননশীল উন্নতি লাভ করতে পারবেন।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘তোমরা পারো না এমন কিছু নেই। তোমাদের মনে রাখতে হবে তোমরা কারা। জুলাইয়ে তোমরা যে পরিবর্তন এনেছো, তা এক কথায় ‘ওয়ান্ডারফুল’। আমি এই পরিবর্তনকে প্রকৃতির এক অনন্য উদাহরণের সাথে তুলনা করি।
শিক্ষার্থীদের সাহসের প্রশংসা করে ইউজিসি চেয়ারম্যান বলেন, ‘তোমরা বিশাল ভূমিকা রেখেছো। তোমাদের হাত ধরেই যে পরিবর্তন এসেছে, তার জন্য তোমাদের সবাইকে অভিনন্দন। তোমাদের অসাধ্য কিছু নেই।’
পাবলিকিয়ান টুডে/ এম | ফেসবুক
