০৭:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ১৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

বর্তমানের কোর্টে বিচার চলে নোটে: র‍্যাপার আলী হাসানকে লিগ্যাল নোটিশ

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: ১০:১৮:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪
  • / 111

আলি হাসান

র‍্যাপার আলী হাসানকে আদালত অবমাননার অভিযোগে নোটিশ

শেরপুর জেলা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফাহিম হাসনাঈন ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত “নানা-নাতি” গানে আদালত অবমাননা করা হয়েছে বলে দাবি করে র‍্যাপার আলী হাসানকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন।

নোটিশের বিষয়বস্তু:

  • গানের “বর্তমানের কোর্টে বিচার চলে নোটে” লাইনটি আদালত অবমাননাকর।
  • আগামী ১৫ দিনের মধ্যে আলী হাসানকে অবশ্যই এই লাইনটি গান থেকে বাদ দিতে হবে
  • লাইনটি বাদ দেওয়ার পর অনলাইনে লাইভ এসে জনসাধারণের কাছে ক্ষমা চাইতে হবে
  • উল্লেখিত সময়সীমা মেনে না চললে আলী হাসানের বিরুদ্ধে আদালতে মামলা করা হবে

অ্যাডভোকেট ফাহিম হাসনাঈনের দাবি:

  • “বর্তমানের কোর্টে বিচার চলে নোটে” লাইনটি দেশের বিচার ব্যবস্থা ও আদালতের প্রতি ভুল ধারণার সৃষ্টি করছে।
  • এ লাইনের ফলে মানুষ আইনের প্রতি আস্থা হারাতে পারে

উল্লেখ্য:

  • “নানা-নাতি” গানটি ১৬ জুন ইউটিউবে প্রকাশ পেয়েছে।
  • গানটি লিখেছেন আলী হাসান এবং সুর করেছেন আলী হাসান ও মারজুক রাসেল

আগামী পদক্ষেপ:

  • আলী হাসান ১৫ দিনের মধ্যে নোটিশের শর্ত মেনে চলবেন কি না তা তার উপর নির্ভর করছে।
  • নোটিশের শর্ত না মেনে চললে আলী হাসানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে।

শেয়ার করুন

বর্তমানের কোর্টে বিচার চলে নোটে: র‍্যাপার আলী হাসানকে লিগ্যাল নোটিশ

প্রকাশিত: ১০:১৮:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪

র‍্যাপার আলী হাসানকে আদালত অবমাননার অভিযোগে নোটিশ

শেরপুর জেলা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফাহিম হাসনাঈন ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত “নানা-নাতি” গানে আদালত অবমাননা করা হয়েছে বলে দাবি করে র‍্যাপার আলী হাসানকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন।

নোটিশের বিষয়বস্তু:

  • গানের “বর্তমানের কোর্টে বিচার চলে নোটে” লাইনটি আদালত অবমাননাকর।
  • আগামী ১৫ দিনের মধ্যে আলী হাসানকে অবশ্যই এই লাইনটি গান থেকে বাদ দিতে হবে
  • লাইনটি বাদ দেওয়ার পর অনলাইনে লাইভ এসে জনসাধারণের কাছে ক্ষমা চাইতে হবে
  • উল্লেখিত সময়সীমা মেনে না চললে আলী হাসানের বিরুদ্ধে আদালতে মামলা করা হবে

অ্যাডভোকেট ফাহিম হাসনাঈনের দাবি:

  • “বর্তমানের কোর্টে বিচার চলে নোটে” লাইনটি দেশের বিচার ব্যবস্থা ও আদালতের প্রতি ভুল ধারণার সৃষ্টি করছে।
  • এ লাইনের ফলে মানুষ আইনের প্রতি আস্থা হারাতে পারে

উল্লেখ্য:

  • “নানা-নাতি” গানটি ১৬ জুন ইউটিউবে প্রকাশ পেয়েছে।
  • গানটি লিখেছেন আলী হাসান এবং সুর করেছেন আলী হাসান ও মারজুক রাসেল

আগামী পদক্ষেপ:

  • আলী হাসান ১৫ দিনের মধ্যে নোটিশের শর্ত মেনে চলবেন কি না তা তার উপর নির্ভর করছে।
  • নোটিশের শর্ত না মেনে চললে আলী হাসানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে।