বাকসু ভবনকে 'সেন্ট্রাল ভাতের হোটেল' ঘোষণা বাকৃবির কয়েক শিক্ষার্থীর | Publician Today

বাকসু ভবনকে ‘সেন্ট্রাল ভাতের হোটেল’ ঘোষণা বাকৃবির কয়েক শিক্ষার্থীর

BAU CORRESPONDENT প্রকাশ: ২৬ অক্টোবর, ২০২৫, ২৩:৫৭

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (বাকসু) ভবনে ‘সেন্ট্রাল ভাতের হোটেল’ লেখা ব্যানার টানিয়ে দিয়েছে ছাত্র সংসদের দাবিতে আন্দোলনকারী কয়েকজন শিক্ষার্থী।

রোববার (২৬ অক্টোবর) রাত সাড়ে ১০টায় বাকসু ভবনে এমন পোস্টার সাঁটিয়ে দেন ওই শিক্ষার্থীরা।

ওই শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করা হলে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থী রুপায়ন ভূঁইয়া বলেন, ‘আমিসহ আমার বন্ধুরা মিলে এই ‘সেন্ট্রাল ভাতের হোটেল’ পোস্টারটি লাগিয়েছি।’

এসময় পোস্টারটি লাগানোর কারণ জিজ্ঞেস করা হলে রুপায়ন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে গনতান্ত্রিক চর্চা করতে পারা আমাদের প্রত্যেকটা শিক্ষার্থীদের মৌলিক অধিকার। সে জায়গা থেকে দেখা যায়, শিক্ষার্থীদের মত প্রকাশের গনতান্ত্রিক অধিকার থেকে তারা দীর্ঘ ২৭ বছর ধরে বঞ্চিত। আমরা চাই ছাত্র সংসদ তথা বাকসুর মাধ্যমে আমাদের অধিকার ফিরে আসুক।’

তিনি আরো বলেন, ‘বিভিন্ন সময় বিভিন্ন দলীয় সরকার ক্ষমতায় এসেছে। দলীয় সরকারের প্রশাসন সারা বাংলাদেশে ছাত্র সংসদ তথা বাকসু নির্বাচন দেয় নাই। কারণ তারা ছাত্রদের এক্টিভিটিসকে ভয় পায়। এখনো ইঞ্জিনিয়ারিং করা হচ্ছে যেন বাকসু না হয়, কারণ তারা এতে মনে করে তাদের দলীয় আধিপত্য কমে যাবে। আমরা স্পষ্ট ভাবে বলে দিতে চাই অনতিবিলম্বে বাকসুর পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করতে হবে।’

উল্লেখ্য, স্বাধীনতার আগে প্রতিষ্ঠিত দেশের প্রাচীনতম কৃষি শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (বাকসু) দীর্ঘ ২৭ বছর ধরে অকার্যকর অবস্থায় পড়ে আছে। সর্বশেষ ১৯৯৮ সালে বাকসু নির্বাচন অনুষ্ঠিত হলেও এরপর আর কোনো নির্বাচন হয়নি।

পাবলিকিয়ান টুডে/ এসএইচ | ফেসবুক