...

বাকৃবিতে কোটা আন্দোলন প্রত্যাহার করলো সমন্বয়করা

Ashraful প্রকাশ: ২৮ জুলাই, ২০২৪, ০৪:৫২

বাকৃবি প্রতিনিধি:

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী সাধারণ শিক্ষার্থীবৃন্দরা কোটা সংস্কারের প্রজ্ঞাপনকে স্বাগত জানিয়ে চলমান কোটা সংস্কার আন্দোলনের সকল কর্মসূচি প্রত্যাহার ঘোষণা দিয়েছে ।

শনিবার (২৭জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) সংলগ্ন মুক্তমঞ্চে সংবাদ সম্মেলনে আন্দোলনকারীরা এই তথ্য জানান।SAVE 20240728 104441

সংবাদ সম্মেলনে সমন্বয়করা জানান, “আমাদের যে দাবি ছিলো তা মাননীয় প্রধানমন্ত্রী প্রজ্ঞাপনের মাধ্যমে মেনে নিয়েছেন এবং সকল হত্যাকান্ডের তদন্ত হবে বলে আশ্বস্ত করেছেন। তাই বাকৃবির সাধারণ শিক্ষার্থীরা চলমান হামলা, অগ্নিসন্ত্রাস কিংবা নাশকতার অংশ কখনোই হবেনা।”

একই সাথে শিক্ষার্থীদের জন্য শিক্ষার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হল খুলে দেওয়ার দাবিও জানান তারা।


বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়