...

বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম শুরু

Paru Vai প্রকাশ: ০৯ ডিসেম্বর, ২০২৪, ১২:২২

বাকৃবি প্রতিনিধি:

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) স্নাতক পর্যায়ের প্রথম বর্ষের চূড়ান্ত ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।

ভর্তি কার্যক্রম সোমবার (৯ ডিসেম্বর) থেকে শুরু হয়ে আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত চলবে।

16065ca3 a3f4 4fe2 9d45 b31170ff7800 page 0001

ভর্তি কমিটির প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের ভর্তির প্রক্রিয়া সম্পন্ন করতে এবং সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আহ্বান জানানো হয়েছে –

১. ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীদের ৯ থেকে ১২ ডিসেম্বরের মধ্যে চূড়ান্তভাবে নির্বাচিত বিশ্ববিদ্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে;

২. ভর্তির সময় প্রার্থীদের এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান পরীক্ষার মূল ট্রান্সক্রিপ্ট ও প্রশংসাপত্র এবং চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি (ভর্তি পরীক্ষার প্রবেশপত্রে প্রদত্ত ছবির অনুরূপ) জমা দিতে হবে। কোটাসংক্রান্ত মূল ডকুমেন্টস প্রদর্শন করতে হবে/প্রযোজ্য ক্ষেত্রে জমা দিয়ে ভর্তির যাবতীয় কার্যক্রম সম্পন্ন করতে হবে;

*নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের যথোপযুক্ত কর্তৃপক্ষ প্রার্থীর কোটাসংক্রান্ত ডকুমেন্টস যথাযথভাবে যাচাইপূর্বক তাদের ভর্তি সম্পন্ন করবে। কোটার সনদসমূহ নিম্নবর্ণিত কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত হতে হবে-

ক. মুক্তিযোদ্ধা কোটার জন্য মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত বা প্রধানমন্ত্রী কর্তৃক স্বাক্ষরিত সনদ। মুক্তিযোদ্ধার নাতি/নাতনিদের উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক সংশ্লিষ্ট বীর মুক্তিযোদ্ধার অমুক পুত্র/কন্যার সন্তান/নাতি-নাতনি এ বিষয়ে সুনির্দিষ্ট উল্লেখপূর্বক সনদ।

খ. উপজাতি/আদিবাসী কোটার জন্য জেলা পরিষদ চেয়ারম্যানের সনদ।

গ. প্রতিবন্ধী কোটার জন্য উপজেলা সমাজকল্যাণ কর্মকর্তার সনদ।

ঘ. হরিজন-দলিত কোটার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার সনদ।

ঙ. পোষ্য কোটার ক্ষেত্রে নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত পোষ্যসংক্রান্ত সনদ।

চ. প্রবাসীর সন্তানের ক্ষেত্রে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় প্রদত্ত সনদ।

ছ. বিকেএসপির ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানের সনদ।

জ. ছিটমহলের ক্ষেত্রে জেলা প্রশাসন কর্তৃক প্রদত্ত সনদ।

৩. ভর্তি ফি সংক্রান্ত তথ্য—

ক. বিশ্ববিদ্যালয়গুলো নিজ নিজ ওয়েবসাইটে নির্ধারিত ভর্তি ফির পরিমাণ উল্লেখপূর্বক একটি বিজ্ঞপ্তি প্রকাশ করবে।

খ. চূড়ান্তভাবে ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীদের প্রাপ্ত বিশ্ববিদ্যালয়সমূহের নির্ধারিত ভর্তি ফির পরিমাণের সঙ্গে পূর্বে/প্রথম ধাপে জমাকৃত অর্থ ১০ হাজার টাকা সমন্বয় করে অবশিষ্ট পরিমাণ টাকা জমা দিতে হবে। প্রার্থীদের পূর্বে প্রথম ধাপে জমাকৃত ১০ হাজার টাকা সমন্বয় করতে অবশিষ্ট আর কত টাকা জমা দিতে হবে, তা বিশ্ববিদ্যালয়সমূহের ওয়েবসাইট থেকে জেনে নিতে হবে।

আলিফ
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়