বাসচাপায় নিহত শাবি শিক্ষার্থী, চালকের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধনের ডাক | Publician Today

বাসচাপায় নিহত শাবি শিক্ষার্থী, চালকের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধনের ডাক

অনলাইন ডেস্ক প্রকাশ: ০৯ অক্টোবর, ২০২৪, ১৭:১৫

শাবিপ্রবি প্রতিনিধি:
রাজধানী ঢাকার মধ্যবাড্ডায় বাসের ধাক্কায় নিহত তাসনিম জাহান (২৪) ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,সিলেটের ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী। বিবিএ শেষ করে তিনি ঢাকায় বাড্ডা এলাকায় নেক্সট ভেনচার নামে তথ্যপ্রযুক্তি (আইটি) বিষয়ক একটি প্রতিষ্ঠানের কর্মরত ছিলেন। রাস্তা পার হওয়ার সময় আকাশ পরিবহন (ঢাকা মেট্রো -ব ১৩-০১৮৯) বাসচাপায় নিহত হন।

এ ঘটনায় তার বড় বোন নুসরাত জাহান (২৮) আহত হয়েছেন। তিনিও নেক্সট ভেনচার নামের ওই প্রতিষ্ঠানে চাকরি করেন।

বুধবার (৯ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়টির ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম।তিনি জানান, বুধবার সকাল ৯টায় ঢাকায় বাস চাপায় তাসনিম জাহান আইরিন ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। আমরা এ ঘটনায় শোকাহত।

আইরিনের সহকর্মী শেখ রফিক আহমেদ বলেন, তারা দুই বোনই আমাদের এখানে (নেক্সট ভেনচার) চাকরি করেন। এর মধ্যে তাসনিম আইরিন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ শেষ করে এক বছর ধরে কাজ করছেন। তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করছিলেন।বেপরোয়া বাস চালক ও সংশ্লিষ্ট সকলকে দ্রুত গ্রেফতার করে শাস্তি নিশ্চিত করার দাবি জানাই আমরা।

আইরিনের সহপাঠী হোসাইন রিফাজ অমি বলেন আইরিন ছিলেন অতন্ত মেধাবি, বিভাগের সবার সাথে ছিল ভালো সম্পর্ক। যেকোন অন্যায়ের বিপক্ষে সবার আগে প্রতিবাদ করতো সে। যেকোন কিছু করার আগে সব সময় পরিবারের কথা ভাবতো। আমরা ঘাতকের সর্বোচ্চ শাস্তির দাবি করছি।

এদিকে হত্যার বিচার ও নিরাপদ সড়কের দাবিতে আগামিকাল বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল ১১.৩০ টায় মানববন্ধনের ডাক দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাধারন শিক্ষার্থীরা।