বিইউডিএস এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- প্রকাশিত: ০৪:০৯:১৬ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪
- / 50
ববি প্রতিনিধি:
বরিশাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির (বিইউডিএস) ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকাল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে এ সভাটি অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ড. মো. মুহসিন উদ্দীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রধান উপদেষ্টা ড. মোঃ তানভীর কায়সার ও উপদেষ্টা প্রজ্ঞা পারমিতা বোস।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমি ছাত্রজীবনে কখনও বিতর্ক না করলেও বিতর্কের প্রতি ভালোবাসা ছিল। কারণ, বিতার্কিকরা বিচক্ষণতার সাথে জীবনের প্রতিটি স্তরে নিজেদের অবস্থান তৈরিতে সচেষ্ট হয়।
তিনি বিইউডিএস সংক্রান্ত স্থগিত হওয়া সিন্ডিকেট এর বাজেট চালু সংক্রান্ত বিষয়ে সভায় আলোচনা করবেন বলে আশ্বাস দেন।
প্রধান উপদেষ্টা মোহাম্মদ তানভীর কায়সার তার বক্তব্যে বিইউডিএস এর প্রতিষ্ঠাকাল থেকে শুরু করে অদ্যাবধি কার্যক্রম নিয়ে স্মৃতিচারণ করে বলেন, আমাদের কোনও জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়নশিপ না থাকলেও, আমাদের অনেকগুলো বিতার্কিক তৈরি হচ্ছে, এটাই আমাদের প্রাপ্তি।
আয়োজনের দ্বিতীয় অংশে আন্তঃবিভাগ ইংরেজি বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয় এবং বিশেষ চমক হিসেবে সর্বশেষ উপস্থিত বিতার্কিকদের মাঝে একটি উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে প্রথম স্থান অধিকার করেন সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাফিস মোহাম্মদ মিকাঈল, দ্বিতীয় লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী মেহজাবিন নওরোজ প্রীতি , যৌথভাবে তৃতীয় স্থান অধিকার করেন আইন বিভাগের শিক্ষার্থী সাব্বির মাহমুদ ও ইংরেজি বিভাগের শিক্ষার্থী আফিফা ইবাদি লাবণ্য। সবশেষে সভাপতি ও সাধারণ সম্পাদকের বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
উল্লেখ্য, ‘যুক্তির মিছিলে মুক্তির পথে’ এ স্লোগানকে সামনে রেখে ২০১৬ সালের ১৮ সেপ্টেম্বর এ সংগঠনটি যাত্রা শুরু করে।