০৪:০০ অপরাহ্ন, রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ২০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপি নেতার বিরুদ্ধে ২ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: ০৬:৫৭:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
  • / 76

লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার ১নং ওয়ার্ডের পূর্বলাচ এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও মারধরের অভিযোগ উঠেছে। অভিযোগে জানা যায়, পৌর ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার পাটওয়ারীর নেতৃত্বে একই ওয়ার্ডের বাসিন্দা হুমায়ুন পাটোয়ারীর জমিতে কাজ করতে বাঁধা দেন এবং কাজের অনুমতির শর্তে ২ লাখ টাকা চাঁদ দাবি করেন।

ভুক্তভোগী হুমায়ুন পাটোয়ারী অভিযোগ করে আরো বলেন, মানিকের পুল সংলগ্ন ১০ ডিসিম জমি তারা ক্রয় করেছেন এবং সব কাগজপত্র বৈধ। এমনকি সালিশি বৈঠকেও তাদের পক্ষে রায় আসে। তবুও দেলোয়ার হোসেন পাটোয়ারী ও স্থানীয় আ.লীগ নেতা সাবেক কাউন্সিলর আহসান মাল জমি দাবি করে কাজ করতে বাঁধা দেন এবং মারধর করেন। শুক্রবার সকালে জমিতে কাজ করতে গেলে তিনি ও তার অন্তত আটজন স্বজন হামলার শিকার হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, এসময় দেলোয়ার হোসেনের নেতৃত্বে তার বোনসহ কয়েকজন হুমায়ুন পাটোয়ারীর পরিবারকে মারধর ও গালমন্দ করেন।

অভিযোগ প্রসঙ্গে দেলোয়ার হোসেন পাটোয়ারী চাঁদা দাবি ও মারধরের অভিযোগ অস্বীকার করেন। তবে তিনি জমিতে বাঁধা দেওয়ার কথা স্বীকার করেন।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দীন ভূঁইয়া বলেন, জমি নিয়ে দুই পক্ষের বিরোধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চাঁদাবাজি বা মারধরের বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পাবলিকিয়ান টুডে/ এম | ফেসবুক

শেয়ার করুন

বিএনপি নেতার বিরুদ্ধে ২ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

প্রকাশিত: ০৬:৫৭:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫

লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার ১নং ওয়ার্ডের পূর্বলাচ এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও মারধরের অভিযোগ উঠেছে। অভিযোগে জানা যায়, পৌর ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার পাটওয়ারীর নেতৃত্বে একই ওয়ার্ডের বাসিন্দা হুমায়ুন পাটোয়ারীর জমিতে কাজ করতে বাঁধা দেন এবং কাজের অনুমতির শর্তে ২ লাখ টাকা চাঁদ দাবি করেন।

ভুক্তভোগী হুমায়ুন পাটোয়ারী অভিযোগ করে আরো বলেন, মানিকের পুল সংলগ্ন ১০ ডিসিম জমি তারা ক্রয় করেছেন এবং সব কাগজপত্র বৈধ। এমনকি সালিশি বৈঠকেও তাদের পক্ষে রায় আসে। তবুও দেলোয়ার হোসেন পাটোয়ারী ও স্থানীয় আ.লীগ নেতা সাবেক কাউন্সিলর আহসান মাল জমি দাবি করে কাজ করতে বাঁধা দেন এবং মারধর করেন। শুক্রবার সকালে জমিতে কাজ করতে গেলে তিনি ও তার অন্তত আটজন স্বজন হামলার শিকার হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, এসময় দেলোয়ার হোসেনের নেতৃত্বে তার বোনসহ কয়েকজন হুমায়ুন পাটোয়ারীর পরিবারকে মারধর ও গালমন্দ করেন।

অভিযোগ প্রসঙ্গে দেলোয়ার হোসেন পাটোয়ারী চাঁদা দাবি ও মারধরের অভিযোগ অস্বীকার করেন। তবে তিনি জমিতে বাঁধা দেওয়ার কথা স্বীকার করেন।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দীন ভূঁইয়া বলেন, জমি নিয়ে দুই পক্ষের বিরোধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চাঁদাবাজি বা মারধরের বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পাবলিকিয়ান টুডে/ এম | ফেসবুক