০৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ১৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

বিএমডিএতে প্রকৌশলীদের ন্যায্য অধিকার আদায়ে রুয়েট শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি ও তিন দফা দাবি উত্থাপন

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: ১০:৪২:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
  • / 150

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

মোহাম্মদ আদিল চৌধুরী:

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা বিএমডিএ (বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ), রাজশাহীর প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। আন্দোলনকারীরা অবৈধ প্রমোশন, কোটা ভিত্তিক নিয়োগ এবং প্রকৌশল খাতে চলমান বৈষম্যের প্রতিবাদ জানিয়ে তিনটি প্রধান দাবি উত্থাপন করেন।

সোমবার, ২৮ জুলাই সকাল ১১:৩০ টায় সাধারণ শিক্ষার্থীরা বিএমডিএ কার্যালয়ের সামনে অবস্থান নেন এবং স্লোগানে স্লোগানে মুখর করে তোলেন আশপাশ। এ সময় শিক্ষার্থীরা দাবিগুলো বাস্তবায়নের আহ্বান জানান এবং বলেন, প্রকৃত যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করতে হবে।

তাদের দাবি—
১. সহকারী প্রকৌশলী পদে নিয়োগ অবশ্যই সরাসরি সরকারি নিয়োগ পরীক্ষার মাধ্যমে হতে হবে; কোনো প্রকার প্রমোশনাল কোটা গ্রহণযোগ্য নয়।
২. উপ-সহকারী প্রকৌশলী পদে নিয়োগে ডিপ্লোমা কোটা বাদ দিয়ে সকল প্রকৌশল ডিগ্রিধারীদের জন্য উন্মুক্ত করতে হবে।
৩. সহকারী প্রকৌশলী পদে চলতি দায়িত্বপ্রাপ্তদের অবিলম্বে অপসারণ করে দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে।

প্রতিবাদ কর্মসূচিতে শিক্ষার্থীরা ব্যানার, প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে নিয়ে বিভিন্ন স্লোগানে জানান দেন তাদের অবস্থান— “অবৈধ প্রমোশন মানি না, মানবো না”, “ডিপ্লোমারা টেকনিশিয়ান, প্রকৌশলীর স্থান নয়”, “প্রমোশন নয়, চাই সরকারি সার্কুলার” ইত্যাদি।

এই সময় বিএমডিএ’র নির্বাহী পরিচালক আন্দোলনকারীদের দাবিকে যৌক্তিক বলে স্বীকৃতি দিয়ে জানান, প্রতিষ্ঠানটি কৃষি মন্ত্রণালয়ের অধীনে হওয়ায় বিষয়টি বোর্ডে উপস্থাপন করা হবে। দীর্ঘদিন ধরে নিয়োগ বন্ধ থাকায় নীতিমালা তৈরিতে বিলম্ব হয়েছে বলে উল্লেখ করেন তিনি। তবে দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের আশ্বাস দেন।

এর আগেও, ২০ জুলাই রুয়েট শিক্ষার্থীরা নেসকো কার্যালয়ের সামনে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। বর্তমানে দেশের অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানেও প্রকৌশল পেশায় ন্যায্যতার দাবিতে একই ধারার আন্দোলন চলছে।

শেয়ার করুন

বিএমডিএতে প্রকৌশলীদের ন্যায্য অধিকার আদায়ে রুয়েট শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি ও তিন দফা দাবি উত্থাপন

প্রকাশিত: ১০:৪২:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫

মোহাম্মদ আদিল চৌধুরী:

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা বিএমডিএ (বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ), রাজশাহীর প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। আন্দোলনকারীরা অবৈধ প্রমোশন, কোটা ভিত্তিক নিয়োগ এবং প্রকৌশল খাতে চলমান বৈষম্যের প্রতিবাদ জানিয়ে তিনটি প্রধান দাবি উত্থাপন করেন।

সোমবার, ২৮ জুলাই সকাল ১১:৩০ টায় সাধারণ শিক্ষার্থীরা বিএমডিএ কার্যালয়ের সামনে অবস্থান নেন এবং স্লোগানে স্লোগানে মুখর করে তোলেন আশপাশ। এ সময় শিক্ষার্থীরা দাবিগুলো বাস্তবায়নের আহ্বান জানান এবং বলেন, প্রকৃত যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করতে হবে।

তাদের দাবি—
১. সহকারী প্রকৌশলী পদে নিয়োগ অবশ্যই সরাসরি সরকারি নিয়োগ পরীক্ষার মাধ্যমে হতে হবে; কোনো প্রকার প্রমোশনাল কোটা গ্রহণযোগ্য নয়।
২. উপ-সহকারী প্রকৌশলী পদে নিয়োগে ডিপ্লোমা কোটা বাদ দিয়ে সকল প্রকৌশল ডিগ্রিধারীদের জন্য উন্মুক্ত করতে হবে।
৩. সহকারী প্রকৌশলী পদে চলতি দায়িত্বপ্রাপ্তদের অবিলম্বে অপসারণ করে দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে।

প্রতিবাদ কর্মসূচিতে শিক্ষার্থীরা ব্যানার, প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে নিয়ে বিভিন্ন স্লোগানে জানান দেন তাদের অবস্থান— “অবৈধ প্রমোশন মানি না, মানবো না”, “ডিপ্লোমারা টেকনিশিয়ান, প্রকৌশলীর স্থান নয়”, “প্রমোশন নয়, চাই সরকারি সার্কুলার” ইত্যাদি।

এই সময় বিএমডিএ’র নির্বাহী পরিচালক আন্দোলনকারীদের দাবিকে যৌক্তিক বলে স্বীকৃতি দিয়ে জানান, প্রতিষ্ঠানটি কৃষি মন্ত্রণালয়ের অধীনে হওয়ায় বিষয়টি বোর্ডে উপস্থাপন করা হবে। দীর্ঘদিন ধরে নিয়োগ বন্ধ থাকায় নীতিমালা তৈরিতে বিলম্ব হয়েছে বলে উল্লেখ করেন তিনি। তবে দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের আশ্বাস দেন।

এর আগেও, ২০ জুলাই রুয়েট শিক্ষার্থীরা নেসকো কার্যালয়ের সামনে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। বর্তমানে দেশের অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানেও প্রকৌশল পেশায় ন্যায্যতার দাবিতে একই ধারার আন্দোলন চলছে।