বিজয়ের ইতিহাস: ১৯৭১-এর গৌরবময় সত্য | Publician Today

বিজয়ের ইতিহাস: ১৯৭১-এর গৌরবময় সত্য

Ashraful প্রকাশ: ১৮ ডিসেম্বর, ২০২৪, ১৩:১১

বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর আত্মপ্রকাশ করে। দীর্ঘ সংগ্রাম ও নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর অর্জিত এই বিজয় ইতিহাসের এক অনন্য অধ্যায়।

প্রখ্যাত ভারতীয় কূটনীতিক, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং সাবেক পররাষ্ট্র সচিব জে.এন. দীক্ষিত তার বই ‘লিবারেশন অ্যান্ড বিয়ন্ড: ইন্ডো-বাংলাদেশ রিলেশন্স’-এ ১৬ ডিসেম্বরের ঘটনাপ্রবাহ তুলে ধরেন। তিনি লেখেন, “সন্ধি স্বাক্ষর অনুষ্ঠানে একটি বড় রাজনৈতিক ভুল হয়েছিল। বাংলাদেশের পক্ষ থেকে যৌথ কমান্ডের সেনাপ্রধান জেনারেল এম.এ.জি. ওসমানীর উপস্থিতি নিশ্চিত করতে ব্যর্থ হয়েছিল ভারতীয় সামরিক নেতৃত্ব। তিনি সই করতে পারেননি।’’

তৎকালীন ব্যাখ্যায় বলা হয়েছিল, ওসমানীর হেলিকপ্টার ঢাকায় সময়মতো পৌঁছাতে পারেনি। তবে সন্দেহ করা হয় যে, হেলিকপ্টারটিকে উদ্দেশ্যমূলকভাবে বিভ্রান্ত করা হয়েছিল যাতে তিনি অনুষ্ঠানে উপস্থিত হতে না পারেন। এই ঘটনায় বাংলাদেশি রাজনৈতিক অঙ্গনে অসন্তোষ ছড়িয়ে পড়ে। দীক্ষিতের মতে, “ওসমানীর উপস্থিতি অনেক রাজনৈতিক ভুল বোঝাবুঝি এড়াতে পারতো।’’

১৯৭১ সালের বিজয় আমাদের গৌরবের প্রতীক। আমরা উদযাপন করি সেই ঐতিহাসিক সত্য, উদযাপন করি আমাদের বিজয়ের অনন্য ইতিহাস।