ভাঙারি হিসেবে মর্টারশেল বিক্রি হলো মর্টারশেল ১৫০ টাকায় ,তারপর…..
- প্রকাশিত: ০৩:৩৮:০৫ অপরাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪
- / 36
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা এলাকায় আলম হোসন একটি পরিত্যক্ত মর্টারশেল স্পিকার ১৫০ টাকায় কিনে নিয়েছেন। তিনি একজন ভাঙারি দোকানদার। মর্টারশেলটির বৈশিষ্ট্য না চিনতে না পারলেও, কেনাবেচার সময় কিছু স্থানীয় ব্যক্তি সেটির মূল্য বুঝতে পেরে পুলিশে তথ্য দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মর্টারশেলটি উদ্ধার করে নিরাপদে বেষ্টনীর মধ্যে রাখে।
রবিবার (২৩ জুন) দুপুরে বাংলাবান্ধায় এক নারী শ্রমিক পাথরের সাইটে পরিত্যক্ত অবস্থায় মর্টারশেল কুড়িয়ে পান। মর্টারশেলটির মনে হয় ভারি লোহা, এবং তা বিক্রির জন্য নিয়ে যেতে হয় বাজারে। এক ভাঙারি দোকানদার আল আমিন ওয়ার্কশপের সামনে তার কাছ থেকে ১৫০ টাকায় মর্টারশেলটি কিনে নিয়েছেন।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজয় কুমার রায় বলেন যে, বালুভর্তি বস্তায় মর্টারশেলটি রাখা হয়েছে।সেনাবাহিনীর বোমা ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা এসে মর্টারশেলটির বিষয়ে সিদ্ধান্ত নেবেন।