সাম্প্রতিক ভূমিকম্পে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের একাধিক ছাত্রাবাস আংশিক ক্ষতিগ্রস্ত হওয়ায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। এ প্রসঙ্গে ইনস্টিটিউট কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, ক্ষতিগ্রস্ত ছাত্রাবাসগুলোর সংস্কার ও মেরামত কাজ সম্পন্ন করতে নির্দিষ্ট সময় প্রয়োজন হবে।
এই পরিস্থিতিতে, শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখতে আগামী পহেলা ডিসেম্বর ২০২৫ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইনস্টিটিউটের সব শ্রেণি কার্যক্রম অনলাইনে পরিচালনা করার নির্দেশ প্রদান করা হয়েছে। বিজ্ঞপ্তিতে সকল বিভাগীয় প্রধানকে নির্দেশনা বাস্তবায়ন ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
এ সিদ্ধান্তকে প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত এবং শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার একটি জরুরি পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে। তবে এই সিদ্ধান্তে শিক্ষার্থীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
পাবলিকিয়ান টুডে/ এসএইচ | ফেসবুক