মহানবী ( সা.) কে নিয়ে কটূক্তির অভিযোগ চবির দুই শিক্ষার্থীর বিরুদ্ধে।
- প্রকাশিত: ১২:৪০:৪৩ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫
- / 111
বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম কে নিয়ে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর কটূক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ উঠে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃ বিজ্ঞান বিভাগের সানিলা জামিল জয়ী নামের এক নারী শিক্ষার্থীর বিরুদ্ধে। ডিপার্টমেন্টের ম্যসেঞ্জার গ্রুপ এবং একটি ফেসবুক কমেন্টে তিনি এই কটুক্তি করেন বলে শিক্ষার্থীরা তার বিরুদ্ধে অভিযোগ তোলে। জানা যায়,মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে কটূক্তি করে ফেসবুকে পোস্ট দেন এবং বন্ধু-বান্ধবের সাথে দীর্ঘদিন ধর্মীয় বিভিন্ন বিষয় নিয়ে হাসি তামাশায় লিপ্ত থাকতো। এর পূর্বে নৃবিজ্ঞান বিভাগের (২৩-২৪ সেশনের) প্রথম বর্ষের শিক্ষার্থী এস.এম.সানবিন সিফাত নামক এক শিক্ষার্থীর কটূক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) সাধারণ শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ মিছিল সমাবেশে অংশ নেয়। মঙ্গলবার (৪ই ফেব্রুয়ারি) দুপুর ১২ঃ৩০ মিনিট থেকে একত্রিত হয় সাধারণ শিক্ষার্থীরা। এর পরেও নতুন করে কটুক্তি করে আলোচনায় আসেসানিলা জামিল জয়ী। শিক্ষার্থীদের দাবি তাঁদের বিরুদ্ধে প্রশাসনিকভাবে শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে।