মো একরামুল ইসলাম রিয়াদ, ডিআইইউ প্রতিনিধি
মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)-এর পক্ষ থেকে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। শ্রদ্ধা নিবেদনকালে বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ শাহ আলম চৌধুরী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক মোহাম্মদ মেহেদী হাসানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। সকলের চোখে-মুখে ছিল বিজয়ের আনন্দ এবং শহীদদের প্রতি অকৃত্রিম শ্রদ্ধা।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ শাহ আলম চৌধুরী বলেন , ডিআইইউ পরিবার মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছে।এই শ্রদ্ধা নিবেদন কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, বরং এটি একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গঠনে যাঁরা জীবন উৎসর্গ করেছেন, তাঁদের প্রতি চিরন্তন কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যম।
ডিআইইউ পরিবার এই দিনে মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখা এবং নতুন প্রজন্মের কাছে এর আদর্শ ছড়িয়ে দেওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করছে।”
পাবলিকিয়ান টুডে/ এসএইচ | ফেসবুক