১২:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

মাঠে নেমেছে ফেবল অ্যান্ড ফোকাস

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: ০৭:২১:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
  • / 1097

ফেবল অ্যান্ড ফোকাস

১৯ জুলাই ২০২৫, বেলা একটা বেজে ত্রিশ মিনিটে হঠাৎ করেই ফেসবুকের কিছু হোমপেইজে চোখে পড়ে একটি ছবি। বাংলাদেশের বিজ্ঞাপনজগতের পরিচিত তিন মুখ একই সাথে তাদের ফেইসবুক প্রোফাইলের কভার ছবি পরিবর্তন করেন। সেখানে দেখা যায়, এটি লাল ব্যাকগ্রাউন্ডের সামনে দাঁড়িয়ে আছেন তারা। পাশে লেখা – At 60 miles an hour the loudest noise is খেলা হবে। আধুনিক বিজ্ঞাপনের জনক হিসেবে খ্যাত, আলবার্ট লস্করের পর বিজ্ঞাপন জগতের সবচেয়ে বড় তারকা, জগদ্বিখ্যাত আমেরিকান বিজ্ঞাপনী সংস্থা “অগিলভি”-এর প্রতিষ্ঠাতা ডেভিড অগিলভি ১৯৫৮ সালে রোল্‌স রয়েসের একটি বিজ্ঞাপনের কপি লেখার সময় এই হেডলাইনটি ব্যবহার করেছিলেন।

Picture2publician todayপাবলিকিয়ানpublician todayটুডেpublician today|publician todayবাংলাদেশpublician todayওpublician todayবিশ্বেরpublician todayসর্বশেষpublician todayসংবাদ

এই কভার ফটো এবং হেডলাইন নিয়ে বাংলাদেশের বিজ্ঞাপনশিল্পের সাথে জড়িতদের ভেতর কৌতুহল দেখা যায়। সবাই জিজ্ঞেস করেন, কী বোঝানো হচ্ছে এখানে? রহস্য আরও ঘণীভূত হয় এই তিনজনের আরও কিছুদিন আগে আপডেট করা আরেকটি কভার ছবি দেখার পর। সেখানে লেখা হয়েছে – মাঠে নামতে হবে।

রহস্যের সমাধান হয় একুশে জুলাই। সকাল এগারোটায় জানা যায় বাংলাদেশের বিজ্ঞাপনজগতের আপোষহীন তিনটি নাম মাহফুজুর রহমান, আহ্‌মেদ মুস্তফা নসিব পঞ্চম জিহাদী এবং রাফিউল আহমেদ সম্মিলিত উদ্যোগে একটি নতুন অ্যাডভার্টাইজিং ফার্ম প্রতিষ্ঠা করেছেন। যার নাম ফেবল অ্যান্ড ফোকাস লিমিটেড। “ফেবল” একটি ল্যাটিন শব্দ। অর্থ – গল্প বলার নৈপুণ্য। এবং “ফোকাস” শব্দটি দিয়ে বোঝানো হয়েছে স্ট্র্যাটেজিক অ্যাপ্রোচ বা কৌশলগত পদ্ধতি। ফেবল অ্যান্ড ফোকাসের প্রতিষ্ঠাতা এবং চিফ এক্সিকিউটিভ অফিসার মাহফুজুর রহমান জানান, একটি ব্র্যান্ড গড়ে তুলতে গল্প এবং স্ট্র্যাটেজির সম্মিলিত শক্তির প্রয়োজন হয়। প্রতিষ্ঠানটির নাম এ বিষয়ের উপরই আলোকপাত করে।

ফেবল অ্যান্ড ফোকাসের সহ-প্রতিষ্ঠাতা এবং চিফ ক্রিয়েটিভ অফিসার আহমেদ মুস্তফা নসিব পঞ্চম জিহাদী এবং গ্রুপ ক্রিয়েটিভ ডিরেক্টর রাফিউল আহাম্মেদের সাথে কথা বলে আরও জানা যায়, তাদের মূল উদ্দেশ্য সাস্টেইনেবল ব্র্যান্ডিং অর্থাৎ একটি ব্র্যান্ডের দীর্ঘমেয়াদী ভিশন এবং তার টার্গেটেড কনজিউমারদের চাহিদা, আকাঙক্ষা ও জীবনধারা উপর ভিত্তি করে ব্র্যান্ডিং করার মাধ্যমে তারা দেশের বিজ্ঞাপন শিল্পের হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে চান। আর ঠিক এ কারণেই ফেবল অ্যান্ড ফোকাস তাদের স্লোগান হিসেবে ব্যবহার করছে “অর্ডার ইন কেওস” – এই লাইনটি।

ফেবল অ্যান্ড ফোকাসের প্রতিষ্ঠাতা এবং চিফ এক্সিকিউটিভ অফিসার মাহফুজুর রহমান এর পূর্বে কাজ করেছেন স্কয়ার গ্রুপের ইনহাউজ বিজ্ঞাপনী সংস্থা মিডিয়াকম, ক্রসওয়াক কমিউনিকেশনস, পাইসি লিমিটেড এবং টেকভিত্তিক স্টার্টআপ-এ। কাজ করেছেন দেশের স্বনামধন্য ব্র্যান্ড: ফ্রুটিকা, রাধুনী, ফার্ম ফ্রেশ, প্রথম আলো, এসিআই নিউট্রিলাইফ, আকিজ প্লাস্টিক্‌স, আকিজ পাইপস, সেভেন রিংস ও হেইডেলবার্গ সিমেন্ট এবং প্রাইম ও ইসলামী ব্যাংকসহ আরও অসংখ্য ব্র্যান্ড নিয়ে।

সহ প্রতিষ্ঠাতা এবং চিফ ক্রিয়েটিভ অফিসার আহমেদ মুস্তফা নসিব পঞ্চম জিহাদী বাংলাদেশের সমসাময়িক লেখকদের ভেতর বিখ্যাত মুখ। লিখেছেন মাঝরাতে একটা গল্প শুনিয়েছিলেন, ফুল লাগলে চেয়ে নিবেন, এক চাপ কা-এর মত জনপ্রিয় কিছু উপন্যাস। কাজ করেছেন বহুজাতিক বিজ্ঞাপনী সংস্থা গ্রে, স্কয়ার গ্রুপের ইনহাউজ বিজ্ঞাপনী সংস্থা মিডিয়াকম, ক্রসওয়াক কমিউনিকেশনস, ইন্টারস্পিড, বিটপী এবং মেঘনা গ্রুপ-এ। তিনি কাজ করেছেন গ্রামীণফোন, রবি, বিকাশ, কোকাকোলা, ফোর্ড, মন্টব্লান্‌ক এবং ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংকের মতো সুপরিচিত ব্র্যান্ড নিয়ে। আরেক সহ-প্রতিষ্ঠাতা ও গ্রুপ ক্রিয়েটিভ ডিরেক্টর রাফিউল আহমেদ কাজ করেছেন গ্রে, ক্রসওয়াক কমিউনিকেশনস, ইন্টারস্পিড এবং মেঘনা গ্রুপে। তিনি কাজ করেছেন প্রথম আলো, রিমার্ক এইচবি, ফিনলে, হরলিক্‌স, চরকি, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, সিটিএনএ এবং ইস্টার্ন ব্যাংক লিমিটেডের মতো শীর্ষস্থানীয় ব্র্যান্ড নিয়ে।

ফেবল অ্যান্ড ফোকাস-এর অফিসে বর্তমানে নিয়োজিত আছে কপিরাইটার, ভিজুয়ালাইজার, আর্ট ডিরেক্টর, ইউআই/ইউএক্স ডিজাইনার, স্ট্র্যাটেজিক প্ল্যানার এবং ডিজিটাল মার্কেটিং-এর একটি অভিজ্ঞ টিম।

এক নজরে ফেবল অ্যান্ড ফোকাস –

প্রতিষ্ঠাতা এবং চিফ এক্সিকিউটিভ অফিসার – মাহফুজুর রহমান

সহ-প্রতিষ্ঠাতা এবং চিফ ক্রিয়েটিভ অফিসার – আহমেদ মুস্তফা নসিব পঞ্চম জিহাদী

সহ-প্রতিষ্ঠাতা এবং গ্রুপ ক্রিয়েটিভ ডিরেক্টর – রাফিউল আহাম্মেদ

যোগাযোগ:

hello@fableandfocus.net

website: fableandfocus.net

House 38 (Diamond Borshon Garden), Road 02, Block L, Sector 02, Aftabnagar, Dhaka, Bangladesh

09696-433809, 01714583809

শেয়ার করুন

মাঠে নেমেছে ফেবল অ্যান্ড ফোকাস

প্রকাশিত: ০৭:২১:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫

১৯ জুলাই ২০২৫, বেলা একটা বেজে ত্রিশ মিনিটে হঠাৎ করেই ফেসবুকের কিছু হোমপেইজে চোখে পড়ে একটি ছবি। বাংলাদেশের বিজ্ঞাপনজগতের পরিচিত তিন মুখ একই সাথে তাদের ফেইসবুক প্রোফাইলের কভার ছবি পরিবর্তন করেন। সেখানে দেখা যায়, এটি লাল ব্যাকগ্রাউন্ডের সামনে দাঁড়িয়ে আছেন তারা। পাশে লেখা – At 60 miles an hour the loudest noise is খেলা হবে। আধুনিক বিজ্ঞাপনের জনক হিসেবে খ্যাত, আলবার্ট লস্করের পর বিজ্ঞাপন জগতের সবচেয়ে বড় তারকা, জগদ্বিখ্যাত আমেরিকান বিজ্ঞাপনী সংস্থা “অগিলভি”-এর প্রতিষ্ঠাতা ডেভিড অগিলভি ১৯৫৮ সালে রোল্‌স রয়েসের একটি বিজ্ঞাপনের কপি লেখার সময় এই হেডলাইনটি ব্যবহার করেছিলেন।

Picture2publician todayপাবলিকিয়ানpublician todayটুডেpublician today|publician todayবাংলাদেশpublician todayওpublician todayবিশ্বেরpublician todayসর্বশেষpublician todayসংবাদ

এই কভার ফটো এবং হেডলাইন নিয়ে বাংলাদেশের বিজ্ঞাপনশিল্পের সাথে জড়িতদের ভেতর কৌতুহল দেখা যায়। সবাই জিজ্ঞেস করেন, কী বোঝানো হচ্ছে এখানে? রহস্য আরও ঘণীভূত হয় এই তিনজনের আরও কিছুদিন আগে আপডেট করা আরেকটি কভার ছবি দেখার পর। সেখানে লেখা হয়েছে – মাঠে নামতে হবে।

রহস্যের সমাধান হয় একুশে জুলাই। সকাল এগারোটায় জানা যায় বাংলাদেশের বিজ্ঞাপনজগতের আপোষহীন তিনটি নাম মাহফুজুর রহমান, আহ্‌মেদ মুস্তফা নসিব পঞ্চম জিহাদী এবং রাফিউল আহমেদ সম্মিলিত উদ্যোগে একটি নতুন অ্যাডভার্টাইজিং ফার্ম প্রতিষ্ঠা করেছেন। যার নাম ফেবল অ্যান্ড ফোকাস লিমিটেড। “ফেবল” একটি ল্যাটিন শব্দ। অর্থ – গল্প বলার নৈপুণ্য। এবং “ফোকাস” শব্দটি দিয়ে বোঝানো হয়েছে স্ট্র্যাটেজিক অ্যাপ্রোচ বা কৌশলগত পদ্ধতি। ফেবল অ্যান্ড ফোকাসের প্রতিষ্ঠাতা এবং চিফ এক্সিকিউটিভ অফিসার মাহফুজুর রহমান জানান, একটি ব্র্যান্ড গড়ে তুলতে গল্প এবং স্ট্র্যাটেজির সম্মিলিত শক্তির প্রয়োজন হয়। প্রতিষ্ঠানটির নাম এ বিষয়ের উপরই আলোকপাত করে।

ফেবল অ্যান্ড ফোকাসের সহ-প্রতিষ্ঠাতা এবং চিফ ক্রিয়েটিভ অফিসার আহমেদ মুস্তফা নসিব পঞ্চম জিহাদী এবং গ্রুপ ক্রিয়েটিভ ডিরেক্টর রাফিউল আহাম্মেদের সাথে কথা বলে আরও জানা যায়, তাদের মূল উদ্দেশ্য সাস্টেইনেবল ব্র্যান্ডিং অর্থাৎ একটি ব্র্যান্ডের দীর্ঘমেয়াদী ভিশন এবং তার টার্গেটেড কনজিউমারদের চাহিদা, আকাঙক্ষা ও জীবনধারা উপর ভিত্তি করে ব্র্যান্ডিং করার মাধ্যমে তারা দেশের বিজ্ঞাপন শিল্পের হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে চান। আর ঠিক এ কারণেই ফেবল অ্যান্ড ফোকাস তাদের স্লোগান হিসেবে ব্যবহার করছে “অর্ডার ইন কেওস” – এই লাইনটি।

ফেবল অ্যান্ড ফোকাসের প্রতিষ্ঠাতা এবং চিফ এক্সিকিউটিভ অফিসার মাহফুজুর রহমান এর পূর্বে কাজ করেছেন স্কয়ার গ্রুপের ইনহাউজ বিজ্ঞাপনী সংস্থা মিডিয়াকম, ক্রসওয়াক কমিউনিকেশনস, পাইসি লিমিটেড এবং টেকভিত্তিক স্টার্টআপ-এ। কাজ করেছেন দেশের স্বনামধন্য ব্র্যান্ড: ফ্রুটিকা, রাধুনী, ফার্ম ফ্রেশ, প্রথম আলো, এসিআই নিউট্রিলাইফ, আকিজ প্লাস্টিক্‌স, আকিজ পাইপস, সেভেন রিংস ও হেইডেলবার্গ সিমেন্ট এবং প্রাইম ও ইসলামী ব্যাংকসহ আরও অসংখ্য ব্র্যান্ড নিয়ে।

সহ প্রতিষ্ঠাতা এবং চিফ ক্রিয়েটিভ অফিসার আহমেদ মুস্তফা নসিব পঞ্চম জিহাদী বাংলাদেশের সমসাময়িক লেখকদের ভেতর বিখ্যাত মুখ। লিখেছেন মাঝরাতে একটা গল্প শুনিয়েছিলেন, ফুল লাগলে চেয়ে নিবেন, এক চাপ কা-এর মত জনপ্রিয় কিছু উপন্যাস। কাজ করেছেন বহুজাতিক বিজ্ঞাপনী সংস্থা গ্রে, স্কয়ার গ্রুপের ইনহাউজ বিজ্ঞাপনী সংস্থা মিডিয়াকম, ক্রসওয়াক কমিউনিকেশনস, ইন্টারস্পিড, বিটপী এবং মেঘনা গ্রুপ-এ। তিনি কাজ করেছেন গ্রামীণফোন, রবি, বিকাশ, কোকাকোলা, ফোর্ড, মন্টব্লান্‌ক এবং ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংকের মতো সুপরিচিত ব্র্যান্ড নিয়ে। আরেক সহ-প্রতিষ্ঠাতা ও গ্রুপ ক্রিয়েটিভ ডিরেক্টর রাফিউল আহমেদ কাজ করেছেন গ্রে, ক্রসওয়াক কমিউনিকেশনস, ইন্টারস্পিড এবং মেঘনা গ্রুপে। তিনি কাজ করেছেন প্রথম আলো, রিমার্ক এইচবি, ফিনলে, হরলিক্‌স, চরকি, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, সিটিএনএ এবং ইস্টার্ন ব্যাংক লিমিটেডের মতো শীর্ষস্থানীয় ব্র্যান্ড নিয়ে।

ফেবল অ্যান্ড ফোকাস-এর অফিসে বর্তমানে নিয়োজিত আছে কপিরাইটার, ভিজুয়ালাইজার, আর্ট ডিরেক্টর, ইউআই/ইউএক্স ডিজাইনার, স্ট্র্যাটেজিক প্ল্যানার এবং ডিজিটাল মার্কেটিং-এর একটি অভিজ্ঞ টিম।

এক নজরে ফেবল অ্যান্ড ফোকাস –

প্রতিষ্ঠাতা এবং চিফ এক্সিকিউটিভ অফিসার – মাহফুজুর রহমান

সহ-প্রতিষ্ঠাতা এবং চিফ ক্রিয়েটিভ অফিসার – আহমেদ মুস্তফা নসিব পঞ্চম জিহাদী

সহ-প্রতিষ্ঠাতা এবং গ্রুপ ক্রিয়েটিভ ডিরেক্টর – রাফিউল আহাম্মেদ

যোগাযোগ:

hello@fableandfocus.net

website: fableandfocus.net

House 38 (Diamond Borshon Garden), Road 02, Block L, Sector 02, Aftabnagar, Dhaka, Bangladesh

09696-433809, 01714583809