০৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ১৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

মাত্র ৫৪০ টাকায় ভর্তি সুবিধা পাবে জুলাই শহীদ-আহতের স্বজনরা

অনিরুদ্ধ সাজ্জাদ, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
  • প্রকাশিত: ১১:৪৪:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
  • / 205

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বিশেষ ভর্তি সুবিধা পাচ্ছেন জুলাই-আগস্ট ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবারের সদস্যরা।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মিজানুর রহমান স্বাক্ষরিত চূড়ান্ত ভর্তি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গেজেটভুক্ত শহীদ ও তালিকাভুক্ত আহতদের পরিবারের সদস্যরা মাত্র ৫৪০ টাকায় ভর্তি হতে পারবেন। সিএসই, ইইই, ইএসই, পরিসংখ্যান, সঙ্গীত, চারুকলা, থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ এবং ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ক্ষেত্রে ভর্তি ফি হবে ৭৯০ টাকা। এ ক্ষেত্রে প্রাথমিক ভর্তি ফি ৫,০০০ টাকা বাদ দিয়ে এই পরিমাণ গণনা করা হবে।

তবে সাধারণ শিক্ষার্থীদের জন্য উল্লিখিত বিভাগগুলোতে ভর্তি ফি ৮,৪৪০ টাকা এবং অন্যান্য বিভাগে ৮,১৯০ টাকা নির্ধারণ করা হয়েছে।

গুচ্ছের চূড়ান্ত ভর্তি কার্যক্রম চলবে আগামী ৩ আগস্ট থেকে ৭ আগস্ট পর্যন্ত। ভর্তি ফি জমা দিতে হবে বিশ্ববিদ্যালয়স্থ সোনালী ব্যাংকে।

উল্লেখ্য, গত ৩০ মে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক নির্দেশিকায় বলা হয় ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তিতে ‘বিশেষ সুবিধা’ পাবেন জুলাই অভ্যুত্থানে হতাহতের স্বজনরা। গেজেটভুক্ত শহীদ ও তালিকাভুক্ত আহতদের স্ত্রী-সন্তান (স্ত্রী-সন্তান না থাকলে ভাই-বোন) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ভর্তির ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবেন। তার পরিপ্রেক্ষিতে নজরুল বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে এই বিশেষ সুবিধা প্রদান করা হচ্ছে।

শেয়ার করুন

মাত্র ৫৪০ টাকায় ভর্তি সুবিধা পাবে জুলাই শহীদ-আহতের স্বজনরা

প্রকাশিত: ১১:৪৪:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বিশেষ ভর্তি সুবিধা পাচ্ছেন জুলাই-আগস্ট ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবারের সদস্যরা।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মিজানুর রহমান স্বাক্ষরিত চূড়ান্ত ভর্তি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গেজেটভুক্ত শহীদ ও তালিকাভুক্ত আহতদের পরিবারের সদস্যরা মাত্র ৫৪০ টাকায় ভর্তি হতে পারবেন। সিএসই, ইইই, ইএসই, পরিসংখ্যান, সঙ্গীত, চারুকলা, থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ এবং ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ক্ষেত্রে ভর্তি ফি হবে ৭৯০ টাকা। এ ক্ষেত্রে প্রাথমিক ভর্তি ফি ৫,০০০ টাকা বাদ দিয়ে এই পরিমাণ গণনা করা হবে।

তবে সাধারণ শিক্ষার্থীদের জন্য উল্লিখিত বিভাগগুলোতে ভর্তি ফি ৮,৪৪০ টাকা এবং অন্যান্য বিভাগে ৮,১৯০ টাকা নির্ধারণ করা হয়েছে।

গুচ্ছের চূড়ান্ত ভর্তি কার্যক্রম চলবে আগামী ৩ আগস্ট থেকে ৭ আগস্ট পর্যন্ত। ভর্তি ফি জমা দিতে হবে বিশ্ববিদ্যালয়স্থ সোনালী ব্যাংকে।

উল্লেখ্য, গত ৩০ মে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক নির্দেশিকায় বলা হয় ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তিতে ‘বিশেষ সুবিধা’ পাবেন জুলাই অভ্যুত্থানে হতাহতের স্বজনরা। গেজেটভুক্ত শহীদ ও তালিকাভুক্ত আহতদের স্ত্রী-সন্তান (স্ত্রী-সন্তান না থাকলে ভাই-বোন) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ভর্তির ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবেন। তার পরিপ্রেক্ষিতে নজরুল বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে এই বিশেষ সুবিধা প্রদান করা হচ্ছে।