মাভাবিপ্রবিতে বৈশাখী আনন্দে মুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন

মাভাবিপ্রবিতে বৈশাখী আনন্দে মুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন

অনলাইন ডেস্ক প্রকাশ: ১৪ এপ্রিল, ২০২৫, ১৪:০৩

রায়হান আহমেদ, মাভাবিপ্রবি প্রতিনিধি:

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩২। সোমবার সকালে উৎসবের সূচনা হয় এক আনন্দ শোভাযাত্রার মাধ্যমে, যার নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দ।

সকাল ১০টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হওয়া এই শোভাযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় অংশগ্রহণ করেন বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, রেজিস্ট্রার, হলের প্রভোস্ট, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও বিপুল সংখ্যক শিক্ষার্থী।

দিনব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক ও বিনোদনমূলক কর্মসূচিতে মুখর ছিল পুরো ক্যাম্পাস। মুক্তমঞ্চে আয়োজন করা হয় মাভাবিপ্রবি সাহিত্য সংসদের নববর্ষ বইমেলা, রোটারেক্ট ক্লাব অব মাওলানা ভাসানীর খেলাধুলা ও খাবারের স্টল, ধ্রুবতারার পান্তা-ইলিশ আয়োজন এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও মাভাবিপ্রবি ডিবেটিং সোসাইটি ও ক্যারিয়ার ক্লাবের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা।

বৈশাখি এই আয়োজন শিক্ষার্থীদের মাঝে বাংলার ঐতিহ্যকে ঘিরে নতুন প্রাণ ও উৎসাহ এনে দেয়।

আরো পড়ুন ববিতে বাংলা নববর্ষের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

পাবলিকিয়ান টুডে/পি