...

চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মার্চেন্ডাইজিং লিডারশিপ সামিট ২০২৫’

অনলাইন ডেস্ক প্রকাশ: ০৭ ডিসেম্বর, ২০২৫, ২১:৫৯

চট্টগ্রামে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘চট্টগ্রাম মার্চেন্ডাইজিং লিডারশিপ সামিট ২০২৫’। মার্চেন্ডাইজিং ব্রাদারহুড অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (এমবিএবিডি)-এর উদ্যোগে আগামী ১৯ ডিসেম্বর ২০২৫ তারিখে খুলশিস্থ বিজিএমইএ অডিটোরিয়ামে আয়োজিত হবে এ দিনব্যাপী সম্মেলন।

আয়োজকদের মতে, এই সামিটের মাধ্যমে দেশের শীর্ষস্থানীয় মার্চেন্ডাইজার, শিল্পনেতা, কারখানা প্রতিনিধি এবং তরুণ পেশাজীবীদের একই প্ল্যাটফর্মে একত্রিত করার লক্ষ্য রয়েছে। অংশগ্রহণকারীরা শিল্পের ভবিষ্যৎ দিকনির্দেশনা, দক্ষতা উন্নয়ন, পেশাগত চ্যালেঞ্জ এবং রফতানি বাজারে উদ্ভাবনী কৌশল নিয়ে আলোচনায় অংশ নেবেন। পাশাপাশি নেটওয়ার্কিং এবং অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে পেশাগত সম্পর্ক ও উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি হবে বলে আশা করছে আয়োজক প্রতিষ্ঠান।

মার্চেন্ডাইজিং লিডারশিপ সামিট ২০২৫

সামিটে অংশ নিতে নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ৪৫০ টাকা, যা অনলাইন ফর্মের মাধ্যমে সম্পন্ন করা যাবে। অনুষ্ঠানটি চট্টগ্রামের মার্চেন্ডাইজিং সেক্টরে এক নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে ১৯ ডিসেম্বর ২০২৫ তারিখে চট্টগ্রামের বিজিএমইএ অডিটোরিয়ামে।

পাবলিকিয়ান টুডে/ এম | ফেসবুক